Studypress News
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি: টুইটার
16 Apr 2017
# ২০০৬ সালের মার্চ মাসে ‘টুইটার’ এর যাত্রা শুরু হয়।
# আনুষ্ঠানিক উদ্বোধন করা হয-১৫ জুলাই, ২০০৬
# প্রতিষ্ঠাতা- জ্যাক ডর্সি
# টুইটারে সর্বোচ্চ ১৪০ অক্ষরের খুদে বার্তা প্রকাশ করা যায়। খুদে বার্তাগুলোকে টুইট বলা হয়।
# টুইটার যে ভাষায় লিখিত-Java Script, Ruby, Scala এবং Java
# টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলা হয়
# সদর দপ্তর-সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র