Studypress News

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি

15 Apr 2017

# "বাংলাদেশ স্কয়ার " অবস্থিত - লাইবেরিয়া

# " বাংলাদেশ সড়ক " " - আইভরিকোস্ট

# "লিটল বাংলাদেশ " " - লস এঞ্জেলস

# "মিনি বাংলাদেশ " " - সিঙ্গাপুর

# " বাংলা টাউন " " - লন্ডন

# " দেশের বাহিরে ১ম শহীদ মিনার নির্মাণ করা হয় - জাপানের টোকিও তে।

# মধ্যপ্রাচ্যের যে দেশে শহীদ মিনার নির্মাণ করা হয় - ওমান।

# বাংলাকে ২য় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে - সিয়েরা লিওন।

# "রুপসী বাংলাদেশ " ঘোষণা করা হয় - সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

# বাংলাদেশের যে এলাকে "মিনি বাংলাদেশ " বাংলাদেশ বলা হয় - সোনারগাঁ, নারায়নগঞ্জ।