Studypress News

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি: ৮

13 Apr 2017

বাংলাঃ 

১. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?

লীলারস

২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিস্কর্তা

বসন্তরঞ্জন রায় বিদ্ববল্লভ

৩. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-

১৮০১ সালে

৪. Ballad কি?

গীতিকা

ইংরেজিঃ 

১. ‘Once in a blue moon' means-

very rarely

২. ‘In black and white’ means

In writing

৩. At one's wit's end

Perplexed

৪. The expression ‘’cats and dogs’’ means---

heavily

গণিত :

১. 2 টি সংখ্যার গুণফল 54 & লসাগু 18 হলে, গসাগু ?

 3

২. দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ,সা,গু ৪ হলে, সংখ্যা দুইটির ল,সা,গু কত?

১২০

৩. ৩ বছর পূর্বে মা এবং মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত –

৭ঃ২

৪. 25 : 81 দ্বিভাজিত অনুপাত কোনটি?

5 : 9