Studypress News
প্রাইমারী শিক্ষক নমুনা প্রশ্ন ঃ পর্ব ১
12 Apr 2017
(উত্তর সর্বনিম্নে দেওয়া রয়েছে)
১. কোনটি শুদ্ধ?
1) দর্শন
2) ফাল্গুন
3) মূর্ধন্য
4) সবগুলো
২. “অধৈর্যতা”এর ঠিক রূপ কোনটি?
1) অধৈরয
2) অধীরতা
3) অধৈর্যতা
4) কোনটিই নয়
৩. কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে খ্যাতি কে অর্জন করেছিল?
1)
গোঁজলা গুই
2)ভরানী বেনে
3)হরু ঠাকুর
4)কেষ্টা মুচি
৪. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
1)উইলিয়াম কেরি
2) লর্ড ওয়েলেসলি
3) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
4) রামরাম বসু
৫. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
1) শৈবধর্ম
2) বৌদ্ধ সহজযান
3) নাথধর্ম
4) কোনটি নয়
৬. রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম কাব্য কোনটি?
1) সোনারতরী
2) মানসী
3) বনফুল
4) পত্রপুট
৭. 'প্রভাবতী সম্ভাষণ' কার রচনা?
1) দেবেন্দ্রনাথ ঠাকুর
2) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
3) রামমোহন রায়
4) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
৮. বাংলা গদ্যের জনক বলা হয়?
1) রামমোহন রায়
2) উইলিয়াম কেরী
3) অক্ষয়কুমার দত্ত
4) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
1) বঙ্গভাষা ও সাহিত্য
2) বাংলা সাহিত্যের ইতিহাস
3) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
4) বাংলা সাহিত্যের কথা
১০. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
1) সাহায্যকারী
2) তোষামুদে
3) বাদক
4) স্বাস্থ্যহীন লোক
১১. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
1) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
2) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে
3) শব্দের কথ্য ও লেখ্য রুপে
4) বাক্যের সরলতা ও জটিলতায়
১২. কোনটি যোগরুঢ় শব্দ?
1) বাবুয়ানা
2) জলধি
3) তৈল
4) পাঞ্জাবী
১৩. কোন জাতীয় শব্দে ষ এর ব্যবহার হয় না ?
1) তৎসম
2) বিদেশি
3) সংস্কৃত
4) তদ্ভব
১৪. ‘Consumer goods’ এর উপযুক্ত বাংলা পরিভাষা কি?
1) ভোক্তার কল্যান
2) ক্রয়কৃত পণ্য
3) ভোগ্যপণ্য
4) ক্রেতার গুনাগুন
১৫. যে ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়,তাকে কোন ধাতু বলে?
1)যৌগিক ধাতু
2)মৌলিক ধাতু
3)সাধিত ধাতু
4)নাম ধাতু
১৬. He had a terrible headache and---with pain.
1) grind
2) groaned
3) ground
4) grim
১৭. When he got home last night, he found that somebody---into the flat.
1) entered
2) has entered
3) had entered
4) enters
১৮. Choose the correct sentence.
1) Every body have gone there
2) Every body are gone there
3) Every body has gone there
4) Every body has went there
১৯. What is the verb form of the word ‘fresh’?
1)freshen
2)enfresh
3)freshy
4)defresh
২০. My uncle arrived while I ___ TV.
1)was watched
2)would watch
3)had watched
4)was watching
২১. Fill in the blank of the following sentence with the right form of verb. If I _____ a king!
1)shall be
2)am
3)was
4)were
২২. The students went to the Principal and requested that the examinations---postponed.
1)were
2)are
3)be
4) will be
২৩. Credit tk 5000 ___ my account.
1)in
2)with
3)against
4)to
২৪. It is ten o’clock---my watch.
1)From
2)by
3)at
4)of
২৫. He divided the money—the two children.
1)Over
2)among
3)in between
4)between
২৬. “The sun also rises” is a novel written by –
1)Charles Dickens
2)Hermanne Melville
3)Earnest Hemingway
4)Thomas Hardy
২৭. Who wrote “Biographia Literaria”
1)Lord Byron
2)P.B. Shelley
3)S.T.Coleridge
4)Charles Lamb
২৮. “Man is a political animal” - who said this?
1)Dante
2)Plato
3) Aristotle
4)Socrates
২৯. “And miles to go before I sleep” is a famous line of –
1)Robert Frost
2)Walt Whitman
3)Herman Melvile
4)None
৩০. “Restoration period’ in English literature refers to-
1)1560
2)1660
3)1760
4)1866
৩১. -১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূণ্য হবে?
1)-১
2)১
3)-২
4)২
৩২. ২ টি সংখ্যার গুনফল ১৮৯ এবং সংখ্যা ২টির যোগফল ৩০। সংখ্যা ২ টি কত?
1)১৮,৯
2)১০, ৩
3)৬৩,৩
4)কোনটিই নয়
৩৩. দুটি সংখ্যার গুনফল ১৫৩৬.সংখ্যা দুটির ল সা গু ৯৬ হলে গসাগু কত?
1)২৪
2)৩২
3)১২
4)১৬
৩৪. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে?
1)২২%
2)২০%
3)৪০%
4)৪৪%
৩৫. চিনির দাম ২০% কমে গেল, কিন্ত এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
1)৫% কমলো
2)৫% বাড়লো
3)৪% কমলো
4)৪% বাড়লো
৩৬. ৩০ জন শ্রমিক ২০ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে,সমান দক্ষতায় ২০ জন শ্রমিক সে কাজ কত দিনে শেষ করবে?
1)১৫ দিনে
2)২০ দিনে
3)১৭ দিনে
4)৩০ দিনে
৩৭. রহিম একটি কাজ ৫ দিনে করে, রাজু ঐ কাজটি ১০ দিনে ও কামাল তা ২৫ দিনে করে।তারা একত্রে ঐ কাজটি কত দিনে করবে?
1)৩ দিন
2)৩৮/১ দিন
3)২১৬/১৭ দিন
4)৩১/৫ দিন
৩৮. ২৫ বছর আগে এক হালি কমলার দাম ১.০০ টাকা ছিল। বর্তমানে একটি কমলার দাম ৪.০০ টাকা হলে কমলার দাম কতগুণ বৃদ্ধি পেল?
1)৪ গুণ
2)৮ গুণ
3)১২ গুণ
4)১৫ গুণ
৩৯. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
1)৫০%
2)২০%
3)৩০%
4)৩৩
৪০. 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1।কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে?
1)40
2)50
3)60
4)70
৪১. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সঙ্খাটির ২/৩ অংশ হবে, সংখ্যাটি কত?
1)৫৩
2)৬৩
3)৩৬
4)৩৫
৪২. নিচের কোনটি √০.০০২৫ সবচেয়ে কাছাকাছি?
1)০.০৫
2)০.০৬
3)০.৬
4)০.১৬
৪৩. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুন করলে সংখ্যাটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
1)২
2)৩
3)৪
4)৫
৪৪. চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার গড় সর্বদা-
1)বিজোড় সংখ্যা
2)৪ দ্বারা বিভাজ্য
3)বিজোড় সংখ্যা
4)খ ও গ
৪৫. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?
1)3
2)4
3)5
4)6
৪৬. CALCUTTA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা AMERICA শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ?
1)2
2)3
3)4
4)5
৪৭. x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?
1)xz>yz
2)z/x
৪৮. 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
1)25
2)23
3)27
4)21
৪৯. দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোন উৎপন্ন হয়, তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়?
1)পূরক কোণ
2)সম্পূরক কোণ
3)বিপ্রতিপ কোণ
4)সন্নিহিত কোণ
৫০. ২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমান কত?
1)৬২ ডিগ্রি
2)১১৮ ডিগ্রি
3)১৫২ ডিগ্রি
4)৩৩২ ডিগ্রি
উত্তরঃ
1. 4
2. 2
3. 2
4. 1
5. 3
6. 3
7. 2
8. 4
9. 4
10. 2
11. 2
12. 2
13. 2
14. 3
15. 2
16. 2
17. 3
18. 3
19. 1
20. 4
21. 4
22. 2
23. 4
24. 2
25. 4
26. 3
27. 3
28. 3
29. 1
30. 2
31. 1
32. 4
33. 4
34. 4
35. 3
36. 4
37. 3
38. 4
39. 1
40. 3
41. 3
42. 1
43. 1
44. 3
45. 3
46. 1
47. 4
48. 1
49. 3
50. 3