Studypress News
সাধারণ জ্ঞান মনে রাখার কিছু কৌশল ঃ পর্ব ১
12 Apr 2017
আসিয়ানভূক্ত ১০টি দেশ:
MTV এর FILM দেখলে BCS হবেনা।
M = মালয়েশিয়া
T = থাইল্যান্ড
V = ভিয়েতনাম
F = ফিলিপাইন
I = ইন্দোনেশিয়া
L = লাওস
M = মায়ানমার
B = ব্রুনাই
C = কম্বোডিয়া
S = সিঙ্গাপুর
সেভেন সিস্টার্স (Seven Sisters):
অরুনাচলে মেঘ আসায় মনি মিজোরামের ত্রি নাগাল পেল না।
১. অরুনাচল = অরুনাচল ২. মেঘ = মেঘালয় ৩. আসা = আসাম ৪. মনি = মনিপুর
৫. মিজোরাম = মিজোরাম ৬. ত্রি = ত্রিপুরা ৭. নাগাল = নাগাল্যান্ড।
অথবা,
"অমি আমেত্রি মনা"
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়।
ডি-এইট (D-8) এর সদস্য দেশ আটটি:
" বাপ মা নাই তুমিই সব। "
বা = বাংলাদেশ
প = পাকিস্তান
মা = মালয়েশিয়া
না = নাইজেরিয়া
ই = ইন্দোনেশিয়া
তু = তুরস্ক
মি = মিশর
ই = ইরান।
অথবা,
বাপামাই তুমি নাই।
অথবা,
"মা তুমিই পাইবানা"
জি-এইট (G-8) এর সদস্য দেশ ৮টি:
" রাজা ফ্রাই কই ও জাম পছন্দ করেন। "
রা = রাশিয়া,
জা = জাপান,
ফ্রা = ফ্রান্স,
ই = ইতালি,
ক = কানাডা,
ই= ইংল্যান্ড,
জা = জার্মানি,
ম = মার্কিন যুক্তরাষ্ট্র।
অথবা,
"রাজা ফ্রাই কই মজা"