Studypress News

কবি-গ্রন্থ মনে রাখার সহজ কৌশলঃ পর্ব ২

12 Apr 2017

নজরুলের নাটকগুলি টেকনীকের মাধ্যমে পড়ার উপায়:

"আলেয়া তাঁর পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পড়েছে"

১) আলেয়া

২) পুতুলের বিয়ে

৩) ঝিলিমিলি

নজরুলের উপন্যাসগুলি এই টেকনীকের মাধ্যমে বের করা যায়:

"কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাধনহারা হয়ে গেল"

১) কুহেলিকা

২) মৃত্যুক্ষুধা

৩) বাধনহারা

জসীম উদ্দীনের কাব্যগ্রন্থসমূহের নাম :

"রাখালীদের বালুর চরের ধানক্ষেতে মা জননী হাসুকে নিয়ে সুচয়নী জলের লেখায় সজন বাদিয়ার ঘাটে হলুদবরণ নকশিকাথা বিছিয়ে গল্প করছেন।"

১) রাখালী

২) বালুর চর

৩) ধানক্ষেত

৪) মা যে জননী কাঁন্দে

৫) হাসু

৬) সুচয়নী

৭) জলের লেখায়

৮) সজন বাদিয়ার ঘাট

৯) হলুদবরণ

১০) নকশি কাঁথা

জীবনানন্দ দাশের প্রবন্ধ, উপন্যাস আর কাব্য সহজে মনে রাখার উপায়: 

উপন্যাস: সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল

১। জলপাই হাটি

২। সতীর্থ

৩। কল্যানী

৪। মাল্যদান

প্রবন্ধ:

কবিতার কথা

কাব্য:

এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডুলিপির ভেতর যত্ন করে রাখল

১। রুপসী বাংলা

২। বনলতা সেন

৩। ধূসর পান্ডুলিপি

৪। ঝরাপালক 

৫। বেলা অবেলা কালবেলা

৬। সাতটি তারার তিমির

৭। মহা পৃথিবী