Studypress News

১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি: ৬

12 Apr 2017

বাংলাঃ 

১. বাংলা আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?
অষ্ট্রক

২. বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?
৩৯

৩. ‘পানি’শব্দটি কোন ভাষা থেকে আগত?
হিন্দি

৪. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য?
ইন্দো-ইউরোপীয়

৫. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
ভাষা


ইংরেজিঃ 

১. Which is the superlative degree of bad?
worst

২. If you read, you will learn. This sentence is a ___
complex

৩. The man .................. down silently and .........his food.
sat, took

৪. Never ____ such a heinous crime.
has he committed

৫. The sinner will suffer__________________
In the long run

গণিত:

১. sinA = 2/3 হলে cosA = কত?
√5/3

২. একটি সমকোণী ত্রিভুজ আকৃতির জমির সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ একক ও ৩ একক হলে জমিটির অপর বাহুর দৈর্ঘ্য কত?

৩. একটি আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের ২/৩ গুণ এবং ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে ঐ ঘরের পরিসীমা কত?
৮০ মিটার

৪. দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে; বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
9:4

৫. একটি সরল রেখা (3, 5) বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্নবিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। সরল রেখাটির সমীকরণ কি?
х — у + 2 = 0