Studypress News

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি: ৭

12 Apr 2017


বাংলাঃ 

১. বাংলা আধুনিক সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
মাইকেল মধুসূদন দত্ত

২. বাংলা গদ্যের জনক বলা হয়-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

৩. বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত-
গোবিন্দচন্দ্র দাস

৪. বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর

৫. মহাশ্মশান’ কাব্যগ্রন্থের রচয়িতা কবি কাইকোবাদের আসল নাম কি?
মোহাম্মদ কাজেম আল কোরেশী

 

ইংরেজিঃ 

১. Which is the superlative degree of bad?
worst

২. If you read, you will learn. This sentence is a ___
complex

৩. The man .................. down silently and .........his food.
sat, took

৪. Never ____ such a heinous crime.
has he committed

৫. The sinner will suffer__________________
In the long run

সাধারণ জ্ঞান :

১. বেরুবাড়ী ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
কুড়িগ্রাম

২. পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
ধুন্দল

৩. বাংলাদেশে প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টা কোথায় অবস্থিত?
চট্টগ্রাম

৪. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন-
এটর্নি জেনারেল

৫. বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে?
১৯৬৬