Studypress News
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি: ৬
11 Apr 2017
বাংলাঃ
১. বঙ্গ দর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
১৮৭২
২. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ধূমকেতু
৩. কোনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা?
উত্তরাধিকার
৪. সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয়-
১৯১৪ সালে
৫. ‘সমাচার দর্পণ পত্রিকার সম্পদক ছিলেন--
জন ক্লার্ক মার্শম্যান
ইংরেজিঃ
১. An adjective is a-
modifying word
২. Come on, it’s time to go home. Here ‘home’ is a/an –
noun
৩. Identify the parts of speech of the word 'vivid’.
adjective
৪. Which word can be used both as verb and noun?
waste
৫. Write down the adjectival form of the word ‘cartoon’ –
cartoon boy
Math :
১. একটি দ্রব্যের বিক্রয় মুল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হল ১২০ টাকা এবং লোকটি ২০% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত?
৭২০ টাকা
২. এক আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার ৪০% বিক্রয় করার পরে দেখল এখনও তার নিকট ১২০ কেজি আম আছে। তার নিকট প্রথমে কত কেজি আম ছিল?
২০০
৩. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭:৩ । ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
১৭:৫
৪. ৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৬ বছর। ক, খ ও গ-এর বর্তমান গড় বয়স ২২ বছর। ৪ বছর পর গ-এর বয়স কত হবে?
৩০ বছর
৫. একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?
৩ জন