Studypress News

২০১৭ সালে সরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন

11 Apr 2017

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ২০১৭ (সকাল)

বাংলা ভাষার উৎপত্তি মাগধি প্রকৃত থেকে। এই উক্তিটি করেছেন -

মুহাম্মদ শহীদুল্লাহ///সুকুমার সেন///@@সুনীতিকুমার চট্টোপাধ্যায়///জর্জ গ্রিয়ার্সন

যদি টরে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে।  এটি কোন ধরণের বাক্য ?

সরল///@@জটিল///যৌগিক///সাধারণ

এক যে ছিল রাজা - এখানে যে - এর ব্যবহার -

অনুজ্ঞাসূচক///সম্বোধনসূচক///সম্বন্ধসূচক///@@অলংকারসূচক

গোঁফ খেজুরে বলতে বোঝায় -

অসহায়///সাদাসিধে///অকর্মন্য///@@প্রকৃতই অলস

বিদেশী উপসর্গযুক্ত শব্দ -

@@হরবোলা///আলুনি///মগডাল///পাতিলেবু

ছাপাখানা শব্দের 'খানা' কোন ধরণের প্রত্যয়?

বাংলা কৃৎ ///বাংলা তদ্ধতি ///সংস্কৃত তদ্ধিত///@@বিদেশী তদ্ধিত

রথ দেখা কোন সমাস?

নিত্য///দ্বন্দ্ব///@@তৎপুরুষ///সহার্থক বহুব্রীহি

কোন শব্দ গুচ্ছের বানান শুদ্ধ?

স্বায়ত্তশাসন, সমীচিন///দূর্বার, মূমুর্ষু///@@দুর্গা, পুণ্য///স্বান্তনা,শরীরি

বাংলাদেশ যেন জয়লাভ করে। এটি কোন ধরণের বাক্য ?

আবেগসূচক///@@প্রার্থনাসূচক///বর্ণনাসূচক///অনুজ্ঞাসূচক

জল শব্দের সমার্থক শব্দ -

সর্বশুচি///@@উদক///ওদন///বারিদ

নিত্য মূর্ধন্য-ণ বাচক শব্দ -

বারণ///রামায়ণ///বিষ্ণু///@@বিপণি

সমাবর্তন শব্দের কয়টি অক্ষর?

চার///পাঁচ///ছয়///সাত

ব্রজবিলাস গ্রন্থের রচয়িতা-

বিদ্যাপতি///বড় চন্ডীদাস///@@ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর///ঈশ্বরচন্দ্র গুপ্ত 

সাধনা পত্রিকার প্রথম সম্পাদক -

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর///সত্যেন্দ্রনাথ ঠাকুর///রবীন্দ্রনাথ ঠাকুর///সুধীন্দ্রনাথ ঠাকুর///@@উত্তর নেই

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

প্রদোষে প্রাকৃতজন///চিলেকোঠার সেপাই///ওঙ্কার///@@জলঙ্গী

কুর্নিশ শব্দের উৎস ভাষা-

@@তুর্কি///ফারসি///সংষ্কৃতি///ওলন্দাজ

কোনটি যোগরূঢ় শব্দ?

@@পীতাম্বর///জলীয়///মিতালি///মণ্ডপ

'রাত্রে লুচিমুচি কিছু লাইনে, স্রেফ ভাত। ' - এ বাক্যে লুচিমুচি শব্দদ্বৈত কি ভাবে প্রকাশ করছে?

সাধারণ///অবজ্ঞা///প্রসন্ন///@@অনীহা

notification শব্দের বাংলা পরিভাষা

বিজ্ঞপ্তি///পরিপত্র///বিবরণী///@@প্রজ্ঞাপন

কোনটি আঞ্চলিক জীবনভিত্তিক উপন্যাস?

@@আরণ্যক///জাগরী///অভিশপ্ত নগরী///নদীবক্ষে

চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

কাহ্নপা///@@ভুসুকুপা///শবরপা///লুইপা 

হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ-

বিদ্ধস্থ নীলিমা///@@ভবিতব্যের বাণিজ্যতরী///রাত্রিশেষ///চৈত্রের ভালোবাসা

আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ-

বিচিত চিন্তা///আত্মঘাতী রবীন্দ্রনাথ///@@সংস্কৃতির ভাঙা সেতু///কালজিজ্ঞাসা

স্নান > সিনান কোন ধরণের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া -

স্বরসংগতি///ধ্বনিলোপ///@@সমীভবন///বিপ্রকর্ষ

সৌম্য শব্দের বিপরীত শব্দ -

শীলিত///দুর্জন///@@উগ্র///উদ্ধত

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ২০১৭ বিকাল

বাংলা

# দুটি সমার্থক বা প্রায় সমার্থক শব্দ সহযোগে গঠিত শব্দকে বলা হয়-

শব্দদ্বৈত

# ‘Killing two birds with one stone’- এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন-

উ: রথ দেখা ও কলা বেচা

# কোনটি জোড়কলম শব্দের দৃষ্টান্ত-

উ: ধোঁয়াশা

# retrospective এর বাংলা পরিভাষা-

উ: ভূতাপেক্ষ

# নিচের কোনটি ‘ক্রিয়াপদ’?

উ: ধরুন

# শুদ্ধ বানান কোনটি?

উ: গড্ডলিকা

# ‘নিয়ম বহির্ভূত অথচ প্রচলিত’ সনাতন ব্যাকরণে এ রকম বিষয়কে কী বলে অভিহিত করা হয়-

উ: নিপাতনে সিদ্ধ

# নিচের কোনটিতে উপ-উপসর্গ সহকারী অর্থে প্রযুক্ত হয়েছে?

উ: উপাচার্য

# বিভাবরী অর্থ-

উ: রাত্রি

# আকাশ ও পৃথিবীর অন্তরালে এক কথায় বলে-

উ: রোদসী

# লাবণ্য শব্দ এসেছে যে শব্দ থেকে-

উ: লাবণি

# নিচের কোন শব্দটি চন্দ্রবিন্দু যোগ করলে শুদ্ধ হবে?

উ: পচানব্বই

# চক্ষুদান করা বাগধারাটির অর্থ?

উ: চুরি করা

# স্বচ্ছন্দ বিশেষণ পদের বিশেষ্য রুপ-

উ: স্বাচ্ছন্দ্য

# নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ-

উ: সপত্নী

# নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে-

উ: সভা

# নিচের কোনটি প্রয়োগ বাহুল্য দোষে দুষ্ট নয়-

উ: বাংলাভাষী

# depreciation এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা-

উ: অবচয়

# কোনটির সন্ধিবিচ্ছেদ শুদ্ধ-

উ: অন্তঃ+তল=অন্তস্তল

# নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?

উ: শঙ্খী

# চঞ্চল এর বিপরীত শব্দ?

উ: অবিচল

# নিচের কোন বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার অশুদ্ধি ঘটেছে?

উ: সলজ্জিত

# নিচের কোন শব্দ বাংলাভাষায় সবশেষে প্রবেশ করেছে/

উ: সেলফি

# শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?

উ: সমীচীন, সংস্রব, সত্তা

# শিতকর শব্দের অর্থ-

উ: চাঁদ

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার ২০১৭

# প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উ: বিষণ্ন

# অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উ: বহিরঙ্গ

# যিনি বিদ্যা লাভ করিয়াছেন

উ: কৃতবিদ্যা

# সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক?

উ: হিমালয় পর্যন্ত

# ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?

উ: বেহায়াপনা

# যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?

উ: সমস্যমান পদ

# ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?

উ: উপন্যাস

# কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?

উ: সম্+চয়=সঞ্চয়

# ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?

উ: ভাববাচ্য

# নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?

উ: বিশেষণ

Bangladesh Krishi Bank Sr. Officer-2017

BANGLA: 20

1. ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা যায়ঃ

পূর্বাহ্ন///মধ্যাহ্ন///সন্ধ্যা///Ans: গোধূলি

২. সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি?

পত+অঞ্জলি=পতঞ্জলি///অন্তঃ+লিন=অন্তর্লীন///Ans:ষট+আনন=ষড়ানন///তথা+এবত=তথৈবত

৩. ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

তুর্কী///Ans:পর্তুগিজ///ওলন্দাজ///ফারসি

৪. ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে?

প্রশ্নবোধক চিহ্ন///Ans: বিস্ময় চিহ্ন///দাঁড়ি///ড্যাশ

৫. ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

Ans: অধিকরণে ২য়া///অপাধানে ২য়া///করণে ৭মী///কর্মে ৫ম

৬. ‘অসুখ’ কোন সমাস?

কর্মধারয়///তৎপুরুষ///অব্যয়ীভাব///Ans: বহুব্রীহি

৭. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়?

কষ্টের উপর আরো কষ্ট///দুরারোগ্য ব্যাধি///Ans:বুড়োর ভীমরতি///বুড়োর যৌবনপ্রাপ্তি
 
৮. পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?

পাকজনাবেষু///শ্রদ্ধাস্পদ///পাকজনাব///Ans:স্নেহাসম্পদ

৯. কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

বিদ্রোহী///অগ্রপথিক///কান্ডারী হুশিয়ার///Ans: আনদন্দময়ীর আগমনে

১০. ‘সারেং বৌ’ বইটির লেখক কে?

সৈয়দ মুজতবা আলী///মুনীর চৌধুরী///Ans: শহীদুল্লাহ কায়সার///শওকত ওসমান

১১. ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃ

যামিনী, আত্মা///Ans:বিভাবরী, শীর্ণ///নিশীথ, হৃদয়///রজনী, অনুগ্রহ

১২. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-

ইলিয়াস শাহ্‌///Ans:আকবর///বিজয় সেন///লক্ষণ সেন

১৩. ‘শর্বরী’ কথাটির অর্থ?

Ans:রাত///শিকারী///চাঁদ///আলোক বর্তিকা

১৪. ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ-

সদালাপ///অর্থহীন কথা///সংক্ষিপ্ত আলোচনা///Ans:সৌভাগ্য 

১৫. None but a fool is always right.- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদঃ

কেউ না কিন্তু বোকাই ঠিক///বোকাকে ঠিক ভাবলেই ভুল///বোকার স্বর্গে বাস///Ans:ভুল মানুষেরই হয়

 

১৬. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?

দুরাকাঙ্খা, বাল্মীকী, মূর্হুমুহু///দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার///Ans:ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ///শিহরণ, মিথস্ক্রিয়া, ব্যভিচার

১৭. সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়?

রবীন্দ্রনাথ ঠাকুর///ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর///Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়///বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৮. ‘বনফুল’ কার ছদ্মনাম?

প্রমথ চৌধুরী///Ans:বলাইচাঁদ মুখোপধ্যায়///যতীনমোহন বাগচী///মোহিতলাল

১৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

সংশপ্তক///ক্রীতদাসের হাসি///চিলেকোঠার সেপাই///Ans:একটি কালো মেয়ের কথা

২০. কোন বাগধারাটির অর্থ ভিন্ন?

মণিকাঞ্চন যোগ///সোনায় সোহাগা///Ans:আদায়- কাঁচকলায়///আমদুধে

Sonali Bank IT Officer 2016 (BANGLA)

# বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

তুর্কী

# কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?

সাধু ভাষায়

# ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?

করণ

 

# ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়-

ভেলকিবাজি

 

# সঠিক বাক্য কোনটি?

আমার কথা প্রমাণ হলো।

# অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

 বিপরীত।

# ছায়া হরিণ কার গ্রন্থ:

আহসান হাবীব

# খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ-

সিংহদ্বার

# ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’

অব্যয়

# পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

কূল

# গাছ পাথর বাগধারাটির অর্থ-

হিসাব-নিকাশ

# Bad workman quarrels with his tools- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ:

নাচতে না জানলে উঠান বাঁকা

# কোন বানানটি শুদ্ধ?

স্বায়ত্তশাসন

# শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম:

প্রমথ চৌধুরী

# মহাকবি নন-

রবীন্দ্রনাথ ঠাকুর

# বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?

৩৯টি

# বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় কোন শব্দটি?

চোখের বালি

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।


Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।


∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।