Studypress News

ভেরি ইম্পর্ট্যান্ট: পর্ব ১: বিসিএস লিখিত (বাংলা)

11 Apr 2017

১। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]

উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি। 

২। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ অপভ্রংশ।

৩। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।

৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ লাইলী – মজনু।

৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ পদ্মাবতী। 

৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ লালনগীতি (বাউলগান)।

৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ মেঘনাদবধ কাব্য। 

৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।

১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস

লিখিত]

উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।

১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ জীবনানন্দ দাস।

১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ। 

১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]

উত্তরঃ আরেক ফাল্গুন। 

১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ চন্দ্রাবতী। 

১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত]

উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।

১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ শেখ ফয়জুল্লাহ। 

১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ মুহম্মদ কবীর। 

১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ হিন্দি। 

১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)। 

১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।

২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯২৩ সালে। 

২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 

২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম

বিসিএস লিখিত]

উত্তরঃ মীর মোশাররফ হোসেন।

২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘রাত্রিশেষ’।

২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ নূরুল মোমেন।

২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ। 

২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত]

উত্তরঃসিকান্দার আবু জাফর। 

২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]

উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ। 

২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস

লিখিত]

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।

২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ গীতগোবিন্দ।

৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস

লিখিত]

উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে। 

৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি। 

৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।

৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস

লিখিত]

উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ। 

৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ দীনবন্ধু মিত্র।

৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস

লিখিত]

উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।

৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃফররুখ আহমদ। 

৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ। 

৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]

উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির। 

৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস

লিখিত]

উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।

৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত। 

৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।

৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে। 

৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি। 

৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।

৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি। 

৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃকাজী নজরুল ইসলাম।

৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫

বিসিএস লিখিত]

উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। 

৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭

তম বিসিএস লিখিত]

উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী। 

৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]

উত্তরঃ হাসান হাফিজুর রহমান।