Studypress News

নগর ও অঞ্চল পরিকল্পনা আইন ২০১৭

10 Apr 2017

মন্ত্রিসভা 'নগর ও অঞ্চল পরিকল্পনা আইন ২০১৭' এর খসড়া নীতিগত অনুমোদন দেয় - ২০ মার্চ ২০১৭ তে। 

এই আইন অনুযায়ী দেশের যেকোন জায়গায় ভূমির উপর ঘরবাড়ি বা স্থায়ী কোন স্থাপনা করলেই সরকার মনোনীত কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।যেখানে কর্তৃপক্ষ নেই সেখানে কর্তৃপক্ষ নির্ধারণ করা হবে। এ আইন অমান্য করলে পাঁচ বছরের জেল এবং ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া মন্ত্রিসভা এই বৈঠকে বালাইনাশক আইন ২০১৭, বস্ত্র আইন-২০১৭, এবং প্রবাসী কল্যাণ বোর্ড আইন-২০১৭ এর খসড়াও নীতিগতভাবে অনুমোদন করেছে। 

বালাইনাশক আইন-২০১৭ ‘বালাইনাশক অধ্যাদেশ ১৯৭১ এবং পরবর্তীতে ২০০৭ ও ২০০৯ এর সংশোধনীকে অনুবাদ করে বাংলায় প্রণয়ন করা হয়েছে। একমাত্র আইন ভঙ্গের দায়ে শাস্তির বিধানটি ছাড়া এ আইনে আর কোন পরিবর্তন আনা হয়নি।
বস্ত্র আইন-২০১৭ এর লক্ষ্য হচ্ছে যে সকল ক্রেতা সরকারের বেসরকারিকরণ নীতির আওতায় কল-কারখানা কিনেছেন, কিন্তু চুক্তি লংঘন করেছেন, সেগুলোর ফিরিয়ে আনা।
প্রবাসী কল্যাণ বোর্ড আইন-২০১৭ প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা ও কল্যাণে ১৯৯০ সালের জাতিসংঘ কনভেনশনের আলোকে প্রণয়ন করা হয়েছে।