Studypress News
বাংলাদেশের বন্দরসমূহের Updated তথ্য
10 Apr 2017
নদীবন্দরঃ
বাংলাদেশে বর্তমানে নদীবন্দর আছে ২৯টি।
সর্বশেষ নদীবন্দর - মজু চৌধুরীহাট
মজু চৌধুরীহাট নদীবন্দর ঘোষিত হয় - ১২ জানুয়ারি ২০১৭
স্থলবন্দরঃ
বাংলাদেশে স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় - ২০০১ সালে
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী এ পর্যন্ত স্থল বন্দর ঘোষণা করা হয়েছে ২৩টি
যার মধ্যে চলছে না ১৩ টি। যথা :
১. তেখামুখ
২. সোনাহট
৩. চিলাহাটি
৪. দৌলতগঞ্জ
৫. ধানুয়া-কামালপুর
৬. শেওলা
৭. গোবরাকুড়া-কড়ইতলী
৮. দর্শনা
৯. তামাবিল
১০. বিলোনিয়া
১১. রামগড়
১২. বিরল
১৩. বাল্লা
বাকি ১০টি চলছে। যথাঃ
১. বেনাপোল
২. আখাউড়া
৩. বুড়িমারি
৪. ভোমরা
৫. নাকুগাঁও
৬. বাংলাবান্দা
৭. সোনামসজিদ
৮. হিলি
৯. টেকনাফ
১০. বিবিরবাজার