Studypress News

১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি: ৪

10 Apr 2017

বিসিএস, ব্যাংক জব, শিক্ষক নিবন্ধন পরীক্ষা ইত্যাদির প্রস্তুতি নিতে সকল ধরণের সুব্যবস্থা রয়েছে www.studypress.org তে

বাংলাঃ 

১. সোনালী কাবিন গ্রন্থটি কার রচনা?
আল মাহমুদ

২.  “কমলাকাস্তের দপ্তর"- কোন শ্রেণীর রচনা-
প্রবন্ধ

৩.  “দি ডিসগাইজ” নাটকের বাংলা অনুবাদক কে?
গেরাসিম লেবেদফ

৪. ‘শর্মিলা’ রবীন্দ্রনাথের ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
দুইবোন

৫. ‘কাদম্বিনী’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
জীবিত ও মৃত

ইংরেজি :
১. What is the synonym of the word ‘homogeneous’?
Similar

২. Synonym of 'defraud" -
fraudulently

৩. "You are not amenable_____  reasons” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসৰে-
to

৪. The plural form of the word ‘Deer’ is-
Deer 

৫. What is the masculine form of "Bee”?
Drone

Math :

১. x + 1/x =√3 হলে x3 + 1/x3 –এর মান কত?
0

২. P-এর মান কত হলে 4x2 - px + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
12

৩. 400 এর log4; ভিত্তি কত?
2√5

৪. যদি a:b=b:c হয় এবং a ও c  এর মান যথাক্রমে 2 ও 5 হয় তাহলে b এর মান কত?
√10

৫. ৪০০ জন লোকের একটি দলে ২৬০ জন ইংরেজিতে এবং ১৮০ জন বাংলায় কথা বলতে পারে। তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
৪০ জন