Studypress News

বাংলাদেশ বিষয়াবলি: খনিজ সম্পদ

10 Apr 2017

০১)বাংলাদেশে প্রধান খনিজ পদার্থ - প্রাকৃতিক গ্যাস।

০২)বাংলাদেশে এ পর্যন্ত আবি: গ্যাসক্ষেত্র - ২৭ টি (২০১৪ সমীক্ষা - ২৫টি) সর্বশেষ মোবারক পুর, পাবনা।

০৩)প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান- মিথেন।

০৪)সর্বপ্রথম গ্যাসক্ষেত্র আবি: হয়-১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।

০৫)সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র -তিতাস গ্যাসক্ষেত্র।

০৬)দৈনিক সবচেয়ে বেশী গ্যাস উত্তোলন হয়- বিবিয়ানা গ্যাসক্ষেত্র হতে।

০৭)সমুদ্র উপকূলীয় গ্যাসক্ষেত্র - সাঙ্গু ও কুতুবদিয়া।

০৮)কুতুবদিয়া গ্যাসক্ষেত্র -চট্রগ্রামে।

০৯)হরিপুর, কৈলাসটিলা, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, শাহবাজপুর গ্যাসক্ষেত্র - সিলেটে

অবস্থিত।

১০)কামতা গ্যাসক্ষেত্র-গাজীপুর।

১১)সেমুতাং গ্যাসক্ষেত্র - খাগড়াছড়ি।

১২)বেগমগঞ্জ ও সুন্দল পুর গ্যাসক্ষেত্র- নোয়াখালী।

১৩)সাঙ্গু গ্যাসক্ষেত্র-বঙ্গোপসাগর।

১৪)রশিদপুর ও মাগুরছড়া গ্যাসক্ষেত্র- মৌলভীবাজার।

১৫)তিতাস ও সালদা নদী গ্যাসক্ষেত্র-বি-বাড়িয়া।

১৬)বাংলাদেশে সবচেয়ে বেশী গ্যাস ব্যবহৃত হয়- বিদ্যুৎ উৎপাদনে।

১৭)প্রথম অগ্নিকুণ্ড হয়-মাগুরছড়া গ্যাসক্ষেত্রে(১৯৯৭)।

১৮)হরিপুর বিখ্যাত-পেট্রোলিয়ামের জন্য (আবিঃ-১৯৮৬)।

১৯)ইউনোকল তেল কম্পানি-যুক্তরাষ্ট্রের।

২০)হরিপুরে দৈনিক তেল উত্তলনের মাত্রা-৩০০ ব্যারেল।

২১)সর্বপ্রথম তেল পাওয়া যায়-১৯৮৬ সালে সিলেটের হরিপুরে এবং ১৯৯৪ সালে তেল উত্তোলন বন্ধ

হয়ে যায়।

২২)রানী পুকার কয়লাক্ষেত্র-রংপুর।

২৩)বড়পুকুরিয়া কয়লা খনি আবি: হয়- ১৯৮৫ সালে।

২৪)উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে- জামালগঞ্জে।

২৫)পীট কয়লা পাওয়া গেছে-ফরিদপুর, খুলনা, সিলেট, বি-বাড়িয়া, এবং ময়মনসিংহ।

২৬)চুনা পাথর(Lime stone) -সুনামগঞ্জের টাকের হাট, লালঘাট, জাফলং, ভাঙার হাট, জকিগঞ্জ,

জয়পুরহাট, জামালগঞ্জ, সেন্টমার্টিন এবং সীতা কুন্ড।

২৭)সিলিকা বালি(Solica sand)-হবিগঞ্জের নোয়াপাড়া, ছাতিয়ান, শাহবাজার, সুনামগঞ্জ, চট্রগ্রামের

দোহাজারী, মৌলভীবাজারের কুলাউড়া, শেরপুরের বালিজুরি, জামালপুরের গারো পাহাড়, কুমিল্লার

চৌদ্দগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুর।

২৮) চীনা মাটি(China Clay) বা শ্বেতমৃত্তিকা(White Clay) র জন্য বিখ্যাত-নেত্রকোনার বিজয় পুর।

২৯)কঠিন শীলা(Hard Rock)- রংপুর জেলার বন্দরগঞ্জ ও মিঠাপুকুর।

৩০)'কালো সোনা' বলা হয়- তেজস্ক্রিয় বালুকে।

৩১)তেজস্ক্রিয় বালু পাওয়া যায়-কক্সবাজারের সমুদ্র সৈকতে

৩২)নুড়িপাথর(Pebbles)- সিলেট, পঞ্চগড় ও লালমনিরহাট।

৩৩)গন্ধক (Sulphur)- চট্রগ্রামের কুতুবদিয়া।

৩৪)তামা(Copper)-রংপুরের রানী পুকুর, পীড়গঞ্জ, দিনাজপুরের মধ্যপাড়ায়।

৩৫)ইউরেনিয়াম - মৌলভীবাজারের কুলাউড়া।