Studypress News
সিরীয় বাহিনী আইএসের ৫৮ জঙ্গি-বিদ্রোহীকে হত্যা।
09 Nov 2015
সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দির আল-জউরে তাদের হত্যা করা হয়।
বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, দির আল-জউরের একটি বিমানঘাঁটিতে আইএস জঙ্গিরা হামলার চেষ্টা চালানোর সময় তাদের হত্যা করা হয়েছে।
তেলসমৃদ্ধ দির আল-জউরের একটি বড় অংশ আইএস নিয়ন্ত্রণ করছে। এই ইসলামি জঙ্গি গোষ্ঠীটি ধারাবাহিকভাবে দির আল-জউরে সিরীয় বিমানঘাঁটিতে হামলার চেষ্টা চালিয়ে আসছে।
এটি সিরীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি বলে বিবেচনা করা হয়।
চলতি বছরের সেপ্টেম্বরে আইএসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা দিল আল-জউরের ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়নকে আটক করেছে এবং ৯০ জন সিরীয় সৈনিক ও সেনা কর্মকর্তাকে হত্যা করেছে।