Studypress News
১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি: ৩
09 Apr 2017
শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে সকল ধরণের সুব্যবস্থা রয়েছে www.studypress.org তে ।
আজই মেম্বার হন এবং প্রস্তুতি শুরু করে দিন ।
৬ মাসের মেম্বারশিপ মাত্র ৫০০ টাকা
বাংলাঃ
১. মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?
আলাউদ্দিন হুসেন শাহ
২. ‘খনার বচন’-বেশির ভাগ কী নিয়ে-
কৃষি
৩. ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
বঙ্গীয় সাহিত্য পরিষদ
৪. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
সৈয়দ হামজা
৫. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
কাহ্নপা
English :
১. The phrase ‘Down to earth’ means:
Realistic
২. The latin expression ‘i.e’ stands for -
Id est
৩. The phrase,‘I caught sight of her’ means –
he saw her
৪. Which is not a grammatical unit?
Phrase
৫. The meaning of 'white elephant' is-
a very costly/troublesome possession
Math :
১. দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপরটি কত?
৭২
২. একটি ঘড়ি দুপুর ১টার সময় একবার বাজে, ২টির সময় দুইবার থাকে। ঘড়িটি ২৪ ঘন্টায় মোট কতবার বাজাবে?
১৫৬
৩. ৩, ৯, ৪ এর ৪র্থ সমানুপাতিক কত?
১২
৪. একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
৩০০ টাকা
৫. একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২ বা ১৬ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যুনতম কতজন ছাত্র আছে?
২৪০