Studypress News
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কে যা যা জানার আছে
09 Apr 2017
একটা সময় ছিল যখন মানুষ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা পেশাকে তেমন গুরুত্ব দিত না। আর নিয়োগ শহরের বাহিরে হলে চাকরি বদলানোর চেষ্টা চলতে থাকত। কিন্তু সাম্প্রতিক সময়ে চাকরিপ্রার্থীগণ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতাকে খুবই পছন্দ করতে শুরু করেছে। প্রাথমিক বিদ্যালয় চাকরি এখন অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। সুতরাং এখন থেকেই শুরু করতে হবে পরীক্ষার প্রস্তুতি।
পরীক্ষার ধরণ:
লিখিত ও মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
লিখিত পরীক্ষায় থাকবে ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন।
বিষয়: বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান।
** প্রতিটি বিষয়ের ওপর মোট ২০টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। **
সাজেশন:
সহকারী শিক্ষক পরীক্ষায় ভালো করতে হলে,
বাংলার জন্য পড়তে হবে পঞ্চম থেকে দশম শ্রেণির বোর্ডের ব্যাকরণ বই।
ইংরেজির জন্য Grammar ওপর গুরুত্ব দিতে হবে। কারণ ইংরেজিতে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আসে Grammar অংশ থেকেই।
গণিত অংশে ভালো করতে হলে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিগুলো চর্চা করতে হবে।
সাধারণ জ্ঞান অংশের জন্য বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, জন্ম-মৃত্যু দিন, দেশ-বিদেশের ইতিহাস, আন্তর্জাতিক ঘটনাবলি, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে অবগত থাকতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য www.studypress.org তে চালু হয়েছে ৬ মাসের কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনার প্রস্তুতি পর্বকে করে নিন সম্পূর্ণ চিন্তামুক্ত। কোর্সটি পেতে যোগাযোগ করুন: ০১৯১৭-৭৭৭০২১
মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরই শুধু মাত্র মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
মৌখিক পরীক্ষায় থাকবে ২০ নম্বর।
২০ নম্বরের মধ্যে,
৫ নম্বর = শিক্ষাগত যোগ্যতার জন্য
৫ নম্বর = প্রার্থীর ব্যক্তিত্ব প্রকাশের ক্ষমতার ওপর
১০ নম্বর = সাধারণ জ্ঞানের ওপর
মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য প্রার্থীর নিজ জেলার থানা বা উপজেলার আয়তন, জনসংখ্যা, সংস্কৃতি, জেলার ইতিহাস, রাজনীতি ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে ভালো করা যাবে।
লিখিত পরীক্ষার তারিখ ও নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই ঠিকানায়:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,
মিরপুর-২, ঢাকা ১২১৬, ফোন: ০২-৯০০০৩২৬
ওয়েব সাইট: www.dpe.gov.bd