Studypress News
বিসিএস প্রিলি প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি (ভাষা আন্দোলন)
09 Apr 2017
# ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কী?
উত্তর: পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু।
# দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তর: টোকিও, জাপান, ২০০৬।
# মধ্যপ্রাচ্যের কোন দেশে প্রথম শহীদমিনার নির্মিত হয়?
উত্তর: ওমান।
# ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন কে?
উত্তর : রফিকউদ্দিন আহমদ
# ভাষা শহীদ আবুল বরকত কে কবে একুশে পদক (মরণোত্তর) দেয়া হয়?
উত্তর : ২০০০ সালে
# শহীদ আবদুস সালাম পেশায় কি ছিলেন?
উত্তর : সরকারের ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন
# ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ কে?
উত্তর : আবদুল জব্বার
# ভাষা শহীদ শফিউর রহমান পেশায় কি ছিলেন?
উত্তর : ঢাকা হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি
# ভাষা শহীদ আবদুল আউয়াল কিভাবে শহীদ হন?
উত্তর : ২১ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল হাইকোর্টের সামনে পৌছলে পুলিশ বাহিনীর ট্রাকের চাপায় তাঁর মৃত্যু হয়
# বালক অহিউল্লাহ কত বছর বয়সে রাষ্ট্রভাষা বাংলার জন্য শহীদ হন?
উত্তর : মাত্র ৮_বছর বয়সে
# ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উত্তর : সাপ্তাহিক সৈনিক
# ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়?
উত্তর : বাংলা একাডেমি
# দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
উত্তর : টোকিও , জাপান
# পাকিস্তান গণ পরিষদে কে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?
উত্তর : গণ পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
# উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে করা হয়?
উত্তর : ডিসেম্বর, ১৯৪৭ সালে।
# উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কোথায় গৃহীত হয়?
উত্তর : করাচির শিক্ষা সম্মেলনে।
# তমুদ্দিন মজলিস কী?
উত্তর : একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
# তমুদ্দিন মজলিস কবে গঠিত হয়?
উত্তর : ২ সেপ্টেম্বর ১৯৪৭।