Studypress News
বিসিএস প্রিলি প্রস্তুতি: আন্তর্জাতিক বিষয়াবলি (জাতিসংঘ)
09 Apr 2017
# জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়-২৪ অক্টোবর ১৯৪৫ সালে।
# জাতিসংঘ দিবস-২৪ অক্টোবর।
# জাতিসংঘের নাম করণ করেন -৩২ তম মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (১ জানুয়ারি ১৯৪২ সালে)।
# জাতিসংঘের প্রথম মহাসচিব - ট্রিগভেলী(নরওয়ে)।
# এশিয়ার একমাত্র জাতিসংঘের মহাসচিব ছিলেন-উথান্ট(মায়ানমার)।
# 'কফিআনান' ও 'বান কি মুন 'জাতিসংঘের কত তম মহাসচিব - ৭ম এবং ৮ম।
# জাতিসংঘের বর্তমান মহাসচিব - অ্যান্টোনিও গুতেরেস(পর্তুগিজ)।
# অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের কত তম মহাসচিব -৯ম তম।
# জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন দেশ-৫১ টি।
# জাতিসংঘের সদর দপ্তর - নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।
# জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর -জেনেভায়।
# জাতিসংঘের মূল সনদের রচয়িতা - Archibald Machliesh.
# জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা-১৯৩।
# জাতিসংঘের মূল সংস্থার মধ্যে ২য় সংস্থার নাম- নিরাপত্তাপরিষদ।
# জাতিসংঘের আয়ের উৎস- সদস্য দেশ সমূহের চাঁদা।
# জাতিসংঘের বাজেট ঘোষিত হয়-সাধারণ পরিষদ থেকে।
# জাতিসংঘের বাজেট ঘোষিত হয়-২ বছরে।
# বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে-১৯৭৪ সালের ১৭ ই সেপ্টেম্বর(১৩৬তম)।