Studypress News
একুশে পদক ২০১৭
09 Apr 2017
# ২০১৭ সালে কতজন বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করা হয়?
উ: ১৭ জন
# ২০১৭ সালের কত তারিখ একুশে পদকপ্রাপ্তদদের হাতে পদক তুলে দেওয়া হয়?
উ: ২০ ফ্রেব্রুয়ারি
# ২০১৭সালে ভাষা আন্দোলনের জন্য একুশে পদক পেয়েছেন কে?
উ: ভাষাসৈনিক অধ্যাপক ড. শরিফা খাতুন
# সাংবাদিকতায় একুশে পদক ২০১৭ কে পেয়েছেন?
উ: আবুল মোমেন ও স্বদেশ রায়
# শিক্ষায় একুশে পদক ২০১৭ কে পেয়েছেন?
উ: প্রফেসর ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন
# বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক ২০১৭ কে পেয়েছেন?
উ: ড.জামিলুর রেজা চৌধুরী
# সমাজসেবায় একুশে পদক ২০১৭ কে পেয়েছেন?
উ: অধ্যাপক ডা. মাহমুদ হাসান
# ভাষা ও সাহিত্যে একুশে পদক ২০১৭ কে পেয়েছেন?
উ: কবি ওমর আলী(মরণোত্তর)ও সুকুমার বড়ুয়া
# শিল্পকলায় (নৃত্য)একুশে পদক ২০১৭ কে পেয়েছেন?
উ: শামীম আরা নীপা