Studypress News

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি: ৪

09 Apr 2017

** প্রাথমিক বিদ্যালয় চাকরি এখন অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে **

তাই Studypress ২০ এপ্রিল থেকে শুরু করছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কোর্স । আজই ভর্তি হয়ে প্রস্তুতি শুরু করে দিন।

ফোন ঃ ০১৯১৭-৭৭৭০২১

 

বাংলা:

১. "হৃদয় আমার নাচেরে আজিকে" - বাক্যে 'আজিকে' কোন কারোকে কোন বিভক্তি: অধিকরণে ২য়া

২. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি: চর্যাপদ

৩. 'বীর' শব্দের বিপরীত লিঙ্গ কি: বীরঙ্গনা

৪. 'ধর্মে তোমার মতি হোক' বাক্যে কর্মে সপ্তমী

৫. যে কাজ এখনো চলছে তাকে কি বলে: ঘটমান বর্তমান

 

English:

1. What is the antonym of sympathy?

Antipathy

2. He _____ ten minutes ago.

went

3. what does Humility mean?

Modesty

4. What is the verb of the word 'shortly'?

Shorten

5. I know ____ cruelty of the man.

the

 

গণিত:

 

১. ১৫ টি ছাগলের মূল্য ৩ টি গরুর মূল্যের সমান। ২০ টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

উঃ ৪ টি

২. একটি গাড়ী ২৭০ টাকা বিক্রি করাতে ১০% ক্ষতি হয়। গাড়িটির ক্রয়মূল্য কত?

উঃ ৩০০ টাকা

৩. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

উঃ ২০%

৪. দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু. যথাক্রমে ১৪ ও ১৬৮; একটি সংখ্যা ৪২ হলে, অপর সংখ্যাটি কত?

উঃ ৫৬

৫. একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে –

উঃ চার গুণ