Studypress News

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি

08 Apr 2017

 

০১)বাংলাদেশের প্রধান জলজ সম্পদ-মাছ ও পানি।

০২)বাংলাদেশের মৎস আইনে রুই মাছের পোনা ধরা নিষেধ - ২৩সে.মি. কম দৈর্ঘের

০৩)মুখে ডিম রেখে বাচ্চা ফুটায়-নাইলোটিকা বা তেলাপিয়া মাছ।

০৪)পিরানহা হলো-এক ধরনের রাক্ষুসে মাছ।

০৫)বাংলাদেশের white gold - চিংড়ি মাছ।

০৬)গলদাচিংড়ি চাষ হয়-স্বাদু পানিতে।

০৭)বাগদাচিংড়ি চাষ হয়-লোনা পানিতে।

০৮)বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষনা কেন্দ্র-বাগেরহাট।

০৯)বাংলাদেশে পানি সম্পদের চাহিদা বেশি-কৃষি খাতে।

১০)অত্যধিক দূষিত নদীর পানি- বুড়িগঙ্গার।

 

১১)পানি দূষনের প্রধান কারন-মানুষ।

১২)বাংলাদেশের মানুষের জীবন নির্ভর করে-নলকূপের পানির উপর।

১৩)বিপদজনক ভাবে আর্সেনিক পাওয়া যায়-অগভীর নলকূপের পানিতে।

১৪)বাংলাদেশে সর্বপ্রথম আর্সেনিক ধরা পরে- চাঁপাইনবাবগঞ্জ।

১৫)WHO-র মতে পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্যতা মাত্রা-০.০১ মি.গ্রা./লিটার।

১৬)বাংলাদেশের পানি পান করা অনুপযোগী - ০.০৫ মি.গ্রা/লি. এর বেশি আর্সেনিক থাকলে।

১৭)আর্সেনিক দূরীকরণে সনো ফিল্টারের উদ্ভাবক- অধ্যাপক আবুল হুসসাম।

১৮)বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার-সায়েদাবাদ।

১৯)১৮৭৪ সালে ঢাকা শহরে প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-চাঁদনীঘাটে।

২০)বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প-গঙ্গা-কপোতাক্ষ(১৯৫৪).

২১)বাকল্যান্ড বাধ অবস্থিত-বুড়িগঙ্গা।

২২)তিস্তা বাদ অবস্থিত - লালমনিরহাট।

২৩)বৃহত্তম সেচ প্রকল্প-তিস্তা।

২৪)ফারাক্কা বাদ হয়েছে- গঙ্গা নদীর উপর।