Studypress News

হাসিনা-মোদী শীর্ষ বৈঠক

08 Apr 2017

 

নয়া দিল্লিতে শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। শনিবার (৮-০৪-২০১৭) ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে শীর্ষ বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দুই দেশের প্রতিনিধে দলের নেতৃত্ব দেন।

প্রতিবেশী দুই দেশের শীর্ষ বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা-

# মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই, এর মধ্যে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চারটি চুক্তিপত্র বিনিময় হয়েছে।

 

# তৃতীয় লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত। গত ছয় বছরে তা ৮ বিলিয়ন ডলারে উন্নীত হল।

# সামরিক কেনাকাটায় ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে ভারত।

# ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপনে চুক্তি।

# আরও সীমান্ত হাট চালু করতে সমঝোতা স্মারক।

# বাংলাদেশের বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণে সমঝোতা স্মারক।

# কলকাতা-খুলনা-ঢাকা বাস চলাচল এবং খুলনা-কলকাতা ট্রেন চলাচল, রাধিকারপুর - বিরল রেললাইন উদ্বোধন।

# আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেবে ভারত।

তিস্তা চুক্তি     

তিস্তা চুক্তির পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, “এই সমস্যা সমাধান একমাত্র আমাদের সরকারই পারবে।”  

গণহত্যা দিবসে সমর্থন

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতিতে ভারতের সমর্থন পাওয়ার কথা জানিয়েছেন শেখ হাসিনা।

(সূত্র: বিডি নিউজ ২৪)