Studypress News
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি
08 Apr 2017
গুরুত্বপূর্ণ তিন তথ্য:
# বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট মো: আব্দুল হামিদ। তিনি বাংলাদেশের ২০তম প্রেসিডেন্ট এবং ব্যক্তি হিসেবে ১৭তম প্রেসিডেন্ট।
# প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১৩তম প্রধানমন্ত্রী এবং ব্যক্তি হিসেবে ১০তম প্রধানমন্ত্রী।
# বর্তমান স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী। তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার।
# সংসদের আসনঃ
# জাতীয় সংসদের নির্বাচিত আসন ৩০০ টি।
# সংরক্ষিত মহিলা আসন ৫০ টি। ৩রা জুলাই, ২০১১ তারিখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী
সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ হতে বাড়িয়ে ৫০ করা হয়েছে।
# জাতীয় সংসদের সর্বমোট আসন ৩৫০ টি।
# সবচেয়ে বেশি সংসদীয় আসন ঢাকা জেলা (২০ টি)
# সবচেয়ে কম সংসদীয় আসন পার্বত্য অঞ্চলের তিন জেলা(রাঙামাটি, খাগড়াছড়ি,বান্দরবান)।
# জাতীয় সংসদের ১নং আসন পঞ্চগড় জেলায়।
# জাতীয় সংসদের ৩০০ তম আসন বান্দরবান জেলায়।
# সর্বাধিক ভোটার, জাতীয় সংসদের ১৯২ নং আসন( ঢাকা-১৯ আসন)
# সবচেয়ে কম ভোটার, জাতীয় সংসদের ১২৫ নং (ঝালকাঠী)
# ঢাকা সিটি কর্পোরেশনে সংসদীয় আসনঃ ১৫ টি। (ঢাকা দক্ষিণে ৮ টি এবং ঢাকা উত্তরে ৭ টি।
#সংসদ ভবনঃ
# বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ আইন পরিষদকে বাংলায় ‘জাতীয় সংসদ’ এবং ইংরেজিতে ‘হাউজ
অব দ্য নেশন’ বলা হয়েছে।
#স্থপতি ছিলেন লুই আই কান। ছাঁদ ও দেওয়ালের ষ্ট্রাকচারাল ডিজাইনার হ্যারি পাম ব্লুম।
#সংসদ এলাকার আয়তন ২০৮ একর। সংসদ ভবনের আয়তন ৩.৪৪ একর। সংসদ ভবনের
ওেয়ালের ব্যাস ১২-২৪ ইঞ্চি। সংসদ ভবনের দরজা ১৬৩৫ টি। সংসদ ভবনের জানালা ৩৩৫ টি।
সংসদ ভবনের সিড়ি ৫০ টি। সংসদ ভবনের টয়লেট ৩৪০টি। সংসদ ভবনের লিফট ১৮টি। জাতীয় সংসদ ভবন ৯ তলা বিশিষ্ট।
#সংসদ ভবনের আসন সংখ্যা ৩৫৪ টি। বিশেষ অতিথিদের জন্য আসন সংখ্যা ৫৬ টি। কর্মকর্তাদের
আসন সংখ্যা ৪১ টি। সাংবাদিকদের জন্য আসন সংখ্যা ৪০ টি। দর্শকদের আসন সংখ্যা ৪৩০ টি।
দলীয় কক্ষের আসন সংখ্যা ১৫৪৪০ টি। সর্বমোট আসন সংখ্যা ১৬৩৬১ টি।
# প্রথম জাতীয় নির্বাচনঃ
#বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। এটি প্রথম জাতীয় সংসদ নির্বাচন।
#প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। জনগনের সররাসরি ভোটে ১ম রাষ্ট্রপতি
নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৮ সালে।
#১ম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
#১ম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
#১ম পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে।
#বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনঃ
#১৯৭৯ সালে(২য়) বহুদলের অংশগ্রহণের ভিত্তিতে ১ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
#১৯৯১ সালে ৫ম জাতীয় নির্বাচন তত্ত্ববধায়ক সরকারের অধীনে প্রথম জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হয়।
#২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচন প্রথমবারের মত নির্বাচনকালীন সরকারের অধীনে
নির্বাচন অনুষ্ঠিত হয়।
#বাংলাদেশে ১৯৯১,১৯৯৬,২০০১,২০০৮ মোট ৪বার তত্ত্ববধায়কের অধীনে জাতীয় সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হয়।
#সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্ববধায়ক অধীনে নির্বাচন পদ্ধতি বাতিল করা হয়।
#বাংলাদেশে গণভোটঃ
# এখন পর্যন্ত ৩ বার বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়। ১মবার ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়ার নিজ
শাসন বৈধকরণের লক্ষ্যে। ২য় বার ১৯৮৫ সালে জেনারেল এরশাদের সমর্থন যাচাই করার জন্য। ৩য়
বার ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব পাশ করারর লক্ষ্যে।