Studypress News
মিশর থেকে ১১ হাজার রুশ পর্যটককে দেশে ফিরিয়ে নিয়েছে রাশিয়া।
07 Nov 2015
রোববার আরো লোকজনকে দেশে ফিরিয়ে আনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আর্কাদি দোভোর্কোভিচ।
সিনাই উপদ্বীপে বিধ্বস্ত রুশ বিমানটি জঙ্গিদের পেতে রাখা বোমায় বিধ্বস্ত হয়েছে, এমন ধারণা ক্রমেই ঘনীভূত হওয়ার পর মিশরের সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করেছে রাশিয়া।
এতে মিশরে প্রায় ৮০ হাজার রুশ পর্যটক আটকা পড়েছেন।
৩১ নভেম্বর ভোরে মিশরীয় অবকাশ কেন্দ্র শার্ম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে যাত্রীবাহী একটি রুশ বিমান রওয়ানা হওয়ার কিছুক্ষণের মধ্যেই সিনাইয়ের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। এতে বিমানটির ২২৪ আরোহীর সবাই নিহত হন।
এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নির্ধারণ করতে পারেননি তদন্তকারীরা।