Studypress News

অর্থকরী ফসল

06 Apr 2017

# যে ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তা-অর্থকরী ফসল।

# অর্থকরী ফসল হলোঃ- পাট,চা,আখ,তামাক,রেশম,রাবার এবং তুলা।

# বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল-পাট(Jute).

# পাট উৎপাদনে বিশ্বে শীর্ষে আছে-ভারত।

# পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান-২য়।

 

# বাংলাদেশে পাট উৎপাদন হয়-পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ।

# পাট ৩ প্রকার-সাদা,তোষা এবং মেসতা।

# উন্নত মানের আশ উৎপাদনে ব্যবহার হয়-তোষা পাট।

# পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন-বাংলাদেশী বিজ্ঞানী ড.মাকসুদুল আলম(২০১০ সালে)।

# বাংলাদেশের শ্রেষ্ঠ পাটবলয়-ময়মনসিংহ-ঢাকা-কুমিল্লা অঞ্চল।

# পাট উৎপাদনে বিখ্যাত-ফরিদপুর।

# জুটন কি?-পাট ও তুলার সংমিশ্রণে তৈরী কাপড়।

# জুটন তৈরী-৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলা থেকে।

# জুটন আবিষ্কারক - ড.মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।

# একটি কাচা পাটের গাইটের ওজন-সাড়ে চার মণ।

# বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল-চা(Tee).

# চা এর আদিবাস-চীন।

 

# বাংলাদেশে প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয়-১৮৪০ সালে সিলেটের মালনিছড়ায়।

# চা চাষের জন্য উপযোগী -পানি নিষ্কাশন যোগ্য, জৈব মিশ্রিত, উর্বর দো-আশ মাটির উঁচু ও ঢালু জমি, ১০-১৭ ডিগ্রি সে.সি. তাপমাত্রা, ২৫০ সে.মি. বৃষ্টিপাত।

# বাংলাদেশে বর্তমানে চা বাগান-১৬৩ টা।

# সবচেয়ে বেশি উৎপাদন কৃত চা হলো-মৌলভীবাজার জেলার।

# মৌলভীবাজারে চা বাগান অাছে-৯০ টি।

# বাণিজ্যিক ভাবে চা চাষ শুরু হয়-১৮৫৭ সাল থেকে।

# বাংলাদেশে প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে-পঞ্চগড়।

# চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান-১০ম।

# চা রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান-১৫ তম।

# তামাক(Tobacco) এর জন্য বিখ্যাত-রংপুর,দিনাজপুর,রাজশাহী ও অন্যান্য।

# আখ(Sugarcane) এর জন্য বিখ্যাত-রংপুর,দিনাজপুর,রাজশাহী ও অন্যান্য।

# আখ উৎপাদন হয়-চিনি তৈরীতে কাচামাল হিসেবে।

# তুলা(Cotton)এর জন্য বিখ্যাত - যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, রংপুর।

# তুলার উন্নত জাত-রুপালী ও ডেলফোজ।

# রেশম উৎপাদিত হয়-রাজশাহী ও বগুড়া অঞ্চলে।

# রাবারের জন্য বিখ্যাত - পার্বত্য চট্রগ্রাম ও সিলেট।

# প্রথম রাবার বাগান করা হয়-কক্সবাজারের রামুতে(১৯৬১ সালে)।