Studypress News

একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪১ জন নিহত

04 Nov 2015

দক্ষিন সুদানের জুবা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নীল নদের তীরে বিধ্বস্ত হয়। বিমানটির লেজের দিকের একটি অংশ নদী তীরে পানির উপর ঝোপঝাড়ের মধ্যে আটকে আছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

আতেনি বলেন, “বিমানটিতে হয়ত ক্রুসহ ২০ জনের মতো আরোহী ছিলেন এবং এদের মধ্যে সম্ভবত ১০ থেকে ১৫ জন যাত্রী ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে অন্তত ৪১ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

রয়টার্সের প্রত্যক্ষদর্শী সংবাদিকও ঘটনাস্থলে ৪১টি লাশ দেখেছেন।  বিমান বিধ্বস্ত হওয়ার পরপর দক্ষিণ সুদানি গণমাধ্যমগুলো জানিয়েছিল, বিমানটিতে পাঁচ রুশ ক্রু ও সাত যাত্রী ছিলেন।

বুধবার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা ও বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক।