Studypress News

২০১৪ সালে মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

01 Oct 2014

জাতিসংঘের মানব উন্নয়নে সূচকে একধাপ এগিয়ে ১৪২তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশে। গত বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩।.দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ সূচকে সবচেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। দেশটির অবস্থান ৭৩। এছাড়া ১০৩ নম্বর অবস্থানে রয়েছে মালদ্বীপ, ১৩৫-এ রয়েছে ভারত এবং ১৪৫-এ রয়েছে পাকিস্তান। নেপাল ও আফগানিস্তানের অবস্থান যথাক্রমে ১৪৫ ও ১৬৯।বিশ্বের ১৮৭টি দেশের মানব উন্নয়ন পরিস্থিতি পর্যালোচনা করে প্রকাশিত এ প্রতিবেদনে সবচেয়ে উপরে রয়েছে নরওয়ে, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড। এসব দেশে মানব উন্নয়নের হার অতি উচ্চ বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এ প্রতিবেদনে একেবারে শেষের তিনটি দেশ হলো- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নাইজার। এসব দেশে মানব উন্নয়নের হার নিম্ন বলে প্রতিবেদনে বলা হয়েছে।এ প্রতিবেদনের অন্তর্ভুক্ত দেশগুলোর মানব উন্নয়নের হারকে মূলত চারটি অংশে ভাগ করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। তবে প্রতিটি অংশেরেই উন্নয়নের হারে ধীরগতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে বিশ্বের ১২০ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।