Studypress News
মিডওয়াইফ নিয়োগ পরীক্ষা ২০১৭
04 Apr 2017
১. রক্তশূন্যতার জন্য কোন বি ভিটামিন দায়ী-
উ: ভিটামিন বি৬
২. ১, ৫, ৯, ....,৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?
উ: ক
৩. ডেঙ্গুজ্বরে শরীরে-
উ: Platelet কমে যায়
৪. মানব দেহের মৌলিক ইউনিটের নাম কি?
উ: কোষ
৫. Rahim walks as if he ..... lame.
Ans: were
৬. জন্ডিসে আক্রান্ত হয়-
উ: লিভার
৭. মজিদ কোন উপন্যাসের চরিত্র-
উ: লালসালু
৮. জরুরী প্রসব সেবা কোন সেবা কেন্দ্রে পাওয়া যায়?
উ: ইউনিয়ন সাব সেন্টার
৯. পানিবাহিত রোগ নয় কোনটি?
উ: ম্যালেরিয়া
১০. মায়ের দুধে গরুর দুধের চেয়ে কোন উপাদান বেশি হবে?
উ: মিনারেলস
১১. Put the correct verb in the gap: He said that he .... not come to the meeting room.
Ans: would
১২. The strike was called...
Ans: off
১৩. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
উ: ২১শে ফেব্রুয়ারি
১৪. ভিটামিন A এর অভাবে কোন রোগটি হয় না?
উ: রিকেটস
১৫. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উ: আলবেনিয়া
১৬. দুগ্ধদানকারী মায়ের জন্য কোন Mineral টি অত্যন্ত জরুরি-
উ: ক্যালসিয়াম
১৭. প্রষ্টেট গ্রন্থি-
উ: মূত্রকন্ত্রের অংশ
১৮. ১৯৭২ সালের ৩০শে জানুয়ারি নিখোঁজ ও শহীদ হন কে?
উ: জহির রায়হান
১৯. কোনটি ছোঁয়াচে রোগ নয়?
উ: AIDS
২০. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন কোন জেলায়?
উ: রংপুর
২১. কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর
২২. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উ: ৬টি
২৩. আয়োডিন সমৃদ্ধ খাবার কোনটি নয়?
উ: Fruits
২৪. নিচের কোনটি মানবদেহের পুলিশ ম্যান হিসেবে কাজ করে?
উ: শ্বেত কণিকা
২৫. একজন স্বাভাবিক সুস্থ মহিলার গর্ভকালীন সময়ে গড়ে কত কেজি ওজন বাড়তে পারে?
উ: ১২ কেজি
২৬. মানুষের রক্তের গ্রুপ কয়টি?
উ: ৪টি
২৭. পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি?
উ: চন্দ্রের
২৮. জাতীয় টিকাদান কর্মসূচিতে মোটি কতটি প্রতিষেধক টিকা দেয়া হয়?
উ: ৬টি
২৯. I congratulate you .... your success.
Ans: on
৩০. United we stand, divided we ......
Ans: fall
৩১. একটি পূর্ণবয়স্ক নবজাতকের ওজন কত কম হলে LBW বাচ্চা বলা হয়?
উ: ২.৫ কেজি
৩২. ইংল্যান্ডের রাণী যে প্রাসাদে বাস করেন তার নাম কি?
উ: বাকিংহাম প্যালেস
৩৩. She has been ill ........ Monday last.
Ans: since
৩৪. কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উ: গীতাঞ্জলি
৩৫. Lactating mother কে কত ক্যালরী অতিরিক্ত খাবার দিতে হয়-
উ: ১০০ ক্যালরী
৩৬. Growth chart এ একটি শিশুর কোন তথ্যটি থাকে না?
উ: Blood Group
৩৭. গর্ভকালীন প্রসূতিসেবায় প্রথম তিন মাসে (First trimester) মাকে কি দিয়ে থাকি?
উ: ফলিক এসিড
৩৮. Exclusive Brest Feeding বলতে শিশু জন্মের কয়মাস বুঝায়?
উ: ছয় মাস
৩৯. বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
উ: অগ্নিবীণা
৪০. Post Natal Complication কোনটি নয়?
উ: Influenza
৪১. শিশুদের রিকেট হয়-
উ: ভিটামির ডি এর অভাবে
৪২. যদি a-1/a=2 হয় তবে a^4+1/a^4=?
উ: 34
৪৩. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৪৫ সালে
৪৪. POST PARTUM HAEMORRHAGE এর প্রধান কারণ-
উ: Non contracting uterus
৪৫. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উ: শেখ মুজিবুর রহমান
৪৬. প্র, পরা, অপ কোন ধরনের উপসর্গ?
উ: সংস্কৃত উপসর্গ
৪৭. গর্ভকালীন প্রসূতি সেবা কত বার নেয়া উচিত?
উ: ৪ বার
৪৮. পাঁচ বছরের নিচে বাচ্চার সর্বাধিক মৃত্যুর কারণ কোনটি নয়?
উ: ক্যান্সার
৪৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন?
উ: চরিত্রহীন
৫০. ‘ছাড়পত্র’ কার রচিত কাব্যগ্রন্থ?
উ: সুকান্ত ভট্টাচার্য
৫১. Premature baby বলতে কোন সময়ে জন্মগ্রহণকারী শিশুকে বলা হয়?
উ: ২৮ সপ্তাহ-৩৭ সপ্তাহ
৫২. বাংলাদেশে ১০০০ জন শিশু জন্ম দিতে কতজন মা প্রতিবছর মৃত্যুবরণ করেন?
উ: ১.৭৬
৫৩. বাংলাদেশে মাতৃমৃত্যুর জন্য কোন কারণটি বেশী?
উ: SEVERE BLEEDING (PPH)
৫৪. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত?
উ: ২২/৭
৫৫. Management of First Stage of Labor এ কোন ইনজেকশন ব্যবহার করা হয়?
উ: Oxytocin
৫৬. Choose the correctly spelt word
Ans: Leisure
৫৭. রক্তে হিমোগ্লোবিনের কাজ-
উ: অক্সিজেন পরিবহন
৫৮. The abtonym of the word ‘evil’ is-
Ans: good
৫৯. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
উ: বগুড়া
৬০. ‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থের রচয়িতা কে?
উ: জাহানারা ইমাম
৬১. ‘বিষাদ সিন্ধু’ উপন্যাস কে লিখেছেন?
উ: মীর মোশাররফ হোসেন
৬২. পল্লীকবি কাকে বলা হয়?
উ: জসীমউদদীন
৬৩. রক্তের তরল অংশের নাম?
উ: প্লাজমা
৬৪. কোনটি মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল?
উ: HDL
৬৫. ইসিজির মাধ্যমে রোগ নির্ণয় করা যায়?
উ: হার্টের
৬৬. কোন শব্দটি দেশী শব্দ নয়?
উ: পাউরুটি
৬৭. হেপাটাইটিস রোগের প্রধান কারণ?
উ: ভাইরাস
৬৮. পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কোনটি?
উ: ১২০/১৮০
৬৯. মুনীর চৌধুরী শহীদ হন কত সালে?
উ: ১৯৭১
৭০. গর্ভকালীন সময়ে বিপদসংকেত কোনটি নয়?
উ: ওজন বৃদ্ধি
৭১. শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালিত হয়?
উ: ১৪ ডিসেম্বর
৭২. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
উ: ইনসুলিন
৭৩. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
উ: এক কক্ষ
৭৪. গর্ভকালীন প্রসূতিবস্থা এর সময় কোন ল্যাবরেটরি পরীক্ষা জরুরি নয়?
উ: Cholesterol Level
৭৫. The patient will ... soon.
Ans: come round
৭৬. কমিউনিটি ক্লিনিকে কোন সেবা দেয়া হয় না
উ: বিশেষজ্ঞ ডাক্তারের সেবা
৭৭. গ্লোমারোলোনেফ্রাইটিস কোন অংশের অসুখ?
উ: কিডনী
৭৮. খাবার স্যালাইন আবিষ্কারে মূল অবদান রাখে-
উ: ICDDRB
৭৯. গর্ভকালীন সময় কোন টিকা দিতে হয়?
উ: টিটেনাস
৮০. কোন উপাদানটি রক্তে হিমোগ্রোবিন তৈরি করে?
উ: লৌহ
৮১. Hurry up ..... you will be late.
Ans: or
৮২. What is the time ..... your watch?
Ans: by
৮৩. কোন পরীক্ষা গর্ভবতী মা’র জন্য ঝুঁকিপূর্ণ?
উ: X-ray
৮৪. on behalf of means-
Ans: Act for
85. Everybody should .... their old parents.
Ans: Look after
86. Choose the correct sentence-
Ans: Would you mind closing the window?
87. আমার বন্ধু রাশেদ উপন্যাসের রচয়িতা কে?
উ: মুহম্মদ জাফর ইকবাল
৮৮. বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা ভয়াবহ রোগ কোনটি?
উ: AIDS
৮৯. Everybody should .. the truth.
Ans: look after
৯০. হেমোডায়ালাইসিস চিকিৎসা পদ্ধতি-
উ: কিডনী বিকলতার
৯১. নেগেটিভ রক্তের মাকে প্রথম শিশু জন্মের পর কোন ইনজেকশন দেয়া হয়?
উ: Anti D immunoglobulin
৯২. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
উ: বাথ
৯৩. দুইটি সংখ্যার ল.সা.গু. a^2b (a+b) এবং গ.সা.গু. a(a+b)। একটি সংখ্যা a^3+a^2b হলে অপর সংখ্যাটি কত?
উ: a^2b+ab^2
৯৪. প্রোটিনের মৌলিক ইউনিট-
উ: Amino acid
৯৫. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উ: ১১টি
৯৬. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
উ: ১৫
৯৭. কোনটি Immunoglobin এর প্রকারভেদ নয়?
উ: IgF
৯৮. কতজন মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে?
উ: ৬০০ জন
৯৯. জন্ম নিয়ন্ত্রণ বড়ি কোন বয়সী মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ?
উ: ৪০ বছরের উপরে
১০০. ১৮০ ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু ৩৬০ ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলে?
উ: প্রবৃদ্ধ কোণ