Studypress News

রুমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ।

04 Nov 2015

একটি নাইটক্লাবে অগ্নিকান্ডে ৩২ জন নিহতের ঘটনার জেরে পদত্যাগ করেছেন রুমানিয়ার প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা। প্রধানন্ত্রী ভিক্টর পন্টার পদত্যাগের পর শিক্ষামন্ত্রী সরিন সিমপিয়ানুকে নতুন অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন প্রেসিডেন্ট লাউস ইওহান্নিস।

রুমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি নাইটক্লাবে অগ্নিকান্ডে ৩২ জন নিহতের ঘটনার জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা।

এ অগ্নিকাণ্ডের প্রতিবাদে রাস্তায় প্রায় ২০ হাজার মানুষের বিক্ষোভের পরদিনই তিনি পদত্যাগ করলেন বলে জানিয়েছে বিবিসি।

বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে। সরকারের দুর্নীতি এবং পর্যাপ্ত  নিরাপত্তার অভাবেই এ অগ্নিকান্ড ঘটেছে বলে অভিযোগ করে তারা।

দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী পন্টা ইতোমধ্যেই বিচারের মুখোমুখি হয়েছেন। জালিয়াতি, কর ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগে সেপ্টেম্বরে তার বিচার শুরু হয়।

তবে পন্টা তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন। কৌসুলিদের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ করেছেন তিনি।

বিক্ষোভের মুখে বুখারেস্টের মেয়র ও রুমানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাবরিয়েল অপরেয়াও বুধবার পদত্যাগ করেন।

বিক্ষোভকারীরা সরকারে গুরুত্বপূর্ণ পরিবর্তনের দাবি জানাচ্ছে। প্রেসিডেন্ট ইওহান্নিসও তাদের দাবি বিবেচনায় নিয়ে নতুন প্রধানমন্ত্রীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে জনগণের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন।