Studypress News

সাধারণ জ্ঞান:বাংলাদেশ ও আন্তর্জাতিক (সকল নিয়োগপ রীক্ষার জন্য: আপডেটেড ভার্সন: পর্ব: ২)

02 Apr 2017

# বিশ্বের সেরা ৫০ নেতার মধ্যে স্যার ফজলে হাসান আবেদের স্থান কততম?

উ: ৩৭ তম

# রাশিয়ার প্রেসিডেন্ট এর দপ্তরের নাম?

উ: ক্রেমলিন

# নাগা জাতি গোষ্ঠী রয়েছে

উ: ভারতের মণিপুর রাজ্যে

# বিমসটেক প্রতিষ্ঠিত হয়?

উ: ১৯৯৭ সালে ৭ টি দেশ নিয়ে

# ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত?

উ: পিয়েরে মায়াদুন

# ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট?

উ: নিকোলা মাদুরো

# ইইউ বর্তমান সদস্য কতটি রাষ্ট্র?

উ: ২৭ টি রাষ্ট্র

# ইইউ এর বর্তমান প্রেসিডেন্টের নাম?

উ: ডোনাল্ড টাস্ক

# ইতালির বর্তমান প্রধানমন্ত্রী কে?

উ: পাওলো জেন্তিলোনি

# মাল্টার বর্তমান প্রধানমন্ত্রী?

উ: জোসেফ মাসকাট

 

# ইউক্রেনেন বর্তমান প্রেসিডেন্ট?

উ: পেত্রো পোরোশেঙ্কো

# জাপান চীন দখল করে কত সালে?

উ: ১৯৩৭ সালে

# জাতীয় গণহত্যা দিবস কবে?

উ: ২৫ মার্চ

# চিলমারী নদী বন্দর কোথায়?

উ: কুড়িগ্রাম জেলায়

# গঙ্গা পানি চুক্তি হয় কত সালে?

উ: ১৯৯৬ সালে

# বাংলাদেশে " অপারেশন সার্চ লাইট" চালানোর নির্দেশ দেন কে?

উ: পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান

# দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ " গ্রন্থটির লেখক কে?

উ: আর্চার ব্লাড

# বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটের নাম?

উ: বঙ্গবন্ধু ১

# স্বাধীনতা পুরষ্কার ২০১৭ পেয়েছেন কতজন?

উ: ১৫ বিশিষ্ট ব্যক্তি

# স্বাধীনতা পুরষ্কার ২০১৭ পেয়েছে কোন প্রতিষ্ঠান?

উ: বাংলাদেশ বিমান বাহিনী

# জাতিসংঘ ঘোষিত বিশ্ব গণহত্যা দিবস কবে?

উ: ৯ ডিসেম্বর

 

# ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কে?

উ: ফ্রাঁসোয়া ওলাঁদ

# বেলজিয়ামের প্রধানমন্ত্রী কে?

উ: শার্ল মিশেল

# হলো কাষ্ট যাদুঘর কোথায?

উ: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে

# বিশ্ব আবহাওয়া দিবস কবে?

উ: ২৩ মার্চ

# মনমংসিংহকে বিভাগ করা হয় কত সালে?

উ: ২০১৫ সালে

# বিশ্ব পানি দিবস কবে?

উ: ২২ মার্চ

# বলিভিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?

উ: ইভো মোরালেস

# জার্মানির চ্যান্সেলার আঙ্গেলা মার্কেলের রাজনৈতিক দল কোনটি?

উ: ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন

# বিশ্ব পানি দিবস কবে?

উ: ২২ মার্চ

# ভারতে " মানব সত্তার' মর্যদা পেয়েছে কোন নদী?

উ: গঙ্গা ও যমুনা নদী

 

# আন্তর্জাতিক বন দিবস কবে?

উ: ২১ মার্চ

# দেশের দীর্ঘতম বৃক্ষ কোনটি?

উ: বৈলাম

# বৈলাম বৃক্ষ রয়েছে কোথায়?

উ: চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বনভূমিতে

# বৈলাম বৃক্ষের উচ্চতা কত?

উ: প্রায় - এক দেড় শ ফুট

# শতততম টেস্টে বাংলাদেশ ক্রিকেট দল পরাজিত করে কোন দলকে?

উ: শ্রীলঙ্কা

# কিরগিজস্তানের রাজধানী কোনটি?

উ: বিশকেক