Studypress News

সাধারণ জ্ঞান: বাংলাদেশ ও আন্তর্জাতিক (সকল নিয়োগ পরীক্ষার জন্য: আপডেটেড ভার্সন: পর্ব:১)

02 Apr 2017

১. বাংলাদেশে প্রথমবারের মতো দুটি সাবমেরিন আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয় কবে?

উ: ১২ মার্চ ২০১৭

২. সাবমেরিন দুটির নাম কি?

উ: নবযাত্রা ও জয়যাত্রা

৩. সাবমেরিন দুটি কোন দেশ থেকে আমদানি করা হয়?

উ: চীন থেকে

৪. তুরস্কের প্রেসিডেন্ট কে?

উ: রিসেপ তাইয়েপ এরদোয়ান

৫. এ পর্যন্ত ঘোষিত স্থল বন্দর কয়টি?

উ: ২৩ টি

৬. যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আছে কোন দুটি দেশের উপর?

উ: ইরান ও উত্তর কোরিয়ার উপর

৭. দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি?

উ: ৩৯ টি

৮. বিশ্বের ২৩১ টি শহরের মধ্যে বসবাসের যোগ্যতায় ঢাকার অবস্থান?

উ: ২১৪ তম

৯. সবচেয়ে নিকৃষ্টতম নগরী?

উ: ইরাকের বাগদাদ

১০. সবচেয়ে বাসযোগ্য শহর?

উ: অষ্ট্রিয়ার ভিয়েনা

১১) বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী?

উ: রেক্স টিলারসন

১২) বাংলাদেশ সরকার বজ্রপাতকে দুর্যোগ ঘোষণা করে?

উ: ২০১৬ সালে

১৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় আত্নজীবনী গ্রন্থ?

উ: কারাগারের রোজনামচা

১৪) দেশে নির্মিত দ্বিতীয় বড় যুদ্ধ জাহাজ?

উ: বানৌজা নিশান

১৫) নেদারল্যান্ডসের বর্তমান প্রধানমন্ত্রী?

উ: মার্ক রুট

১৬) বিশ্ব বাণিজ্য সংস্থার ২১ বছরের ইতিহাসে প্রথম চুক্তি?

উ: TFA

১৭) TFA কি?

উ: বিশ্ব বাণিজ্য প্রক্রিয়া সহজ করে সময় এবং ব্যয় কমানোর চুক্তি

১৮) বাংলাদেশ TFA চুক্তি অনুসমর্থন করে কত সালে?

উ: ২০১৬ সালে

১৯) জাতীয় শিশু দিবস কবে?

উ: ১৭ মার্চ

২০) বিশ্বের ৫৮ টি উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান?

উ: ৪৬ তম

 

২১) রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী?

উ: দিমিত্র মেদভেদেভ

২২) ড.ইউনুসের সামাজিক ব্যবসার ধারণা চালু করতে যাচ্ছে কোন দেশ?

উ: ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিক

২৩) সর্বশেষ বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?

উ: ২০১৬ সালের ৯ ডিসেম্বর মরোক্কয়

২৪) জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভূমিকম্প ও সুনামি আঘাত হানে?

উ: ২০১১ সালে
২৫) থাইল্যান্ডে সামরিক অভ্যুথান হয় কবে?

উ: ২০১৪ সালে
২৬) বর্তমান বিসিএস ক্যাডার কয়টি?

উ: ২৭ টি

২৭) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কয়টি?

উ: ১৫ ( ৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী)

২৮) মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের বিবৃতিতে ভেটো প্রদান করে কোন কোন দেশ?

উ:  চীন ও রাশিয়া

২৯) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে কবে?

উ: ২০২১ সালে

৩০) চাঁদের বুকে হাঁটা দ্বিতীয় ব্যক্তি?

উ: বাজ অলড্রিন

৩১) বিশ্ব ব্যাংকের ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান?

উ: ১৮৯ টি দেশের মধ্যে ১৭৬ তম

 

৩২) ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী কে?

উ: হায়দার আল এবাদি

৩৩) দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের পরিচালিত ক্ষেপনাস্ত্র সুরক্ষা ব্যবস্থার নাম কি?

উ: থাড

৩৪) নওরোজ কি?

উ: কুর্দি নতুন বছরের প্রথম দিন

৩৫) আন্তর্জাতিক বন দিবস কবে?

উ: ২১ মার্চ

৩৬) দেশের দীর্ঘতম বৃক্ষের নাম?

উ: বৈলাম

৩৭) বৈলাম বৃক্ষের উচ্চতা কত?

উ: প্রায় এক দেড় শ ফুট

৩৮) বিশ্ব পানি দিবস কবে?

৩৯) বলিভিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?

উ: ইভো মোরালেস

৪০)বিশ্ব আবহাওয়া দিবস কবে?

উ: ২৩ মার্চ

৪১) স্বাধীনতা পুরস্কার ২০১৭ পেয়েছেন কতজন ব্যক্তি?

উ: ১৫ বিশিষ্ট ব্যক্তি

৪২) স্বাধীনতা পুরস্কার ২০১৭ পায় একটি কোন প্রতিষ্ঠান?

উ: বাংলাদেশ বিমান বাহিনী

৪৩) জাতিসংঘ ঘোষিত বিশ্ব গণহত্যা দিবস কবে?

উ:৯

৪৪) ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কে?

উ: ফ্রাঁসোয়া ওলাঁদ।

৪৫) বেলজিয়ামের প্রধানমন্ত্রী?

উ: শার্ল মিশেল