Studypress News
সাম্প্রতিক: বাংলাদেশ ও আন্তর্জাতিক
01 Apr 2017
# জাতীয় গণহত্যা দিবস: ২৫ মার্চ
# বাংলাদেশ সাবমেরিন যুগে প্রবেশ করে-১২ মার্চ ২০১৭
# বাংলাদেশের যমুনা নদীর বালু রপ্তানি হবে-সিঙ্গাপুর ও মালদ্বীপে
# বিশেষ আইনে প্রতিষ্ঠিত কোন ব্যাংকটি তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকে রূপান্তর হচ্ছে-প্রবাসী কল্যাণ ব্যাংক
# জাতীয় সংসদে কবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হয়-১১ মার্চ ২০১৭
# বঙ্গবন্ধুর দ্বিতীয় আত্মজীবনী গ্রন্থের নাম-কারাগারের রোজনামচা
# বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়-১৭ মার্চ ২০১৭
# বইটি কোন প্রতিষ্ঠান প্রকাশ করে-বাংলা একাডেমি
# বইটিতে বঙ্গবন্ধুর কোন সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে-১৯৬৬-১৯৬৮ সাল
# বাংলাদেশ শততম টেস্ট খেলে-শ্রীলঙ্কার বিপক্ষে
# বর্তমানে বিশ্বের কতটি দেশে শান্তিরক্ষী কাজ করছে-১২৬টি
# বিশ্বে প্রচলিত ভাষা-৭০৯৯টি
# সর্বাধিক ভাষার দেশ-পাপুয়া নিউগিনি
# মানব উন্নয়নে শীর্ষ দেশ: নরওয়ে
# মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
# গড় আয়ুতে শীর্ষ দেশ: জাপান
# গড় আয়ুতে সর্বনিম্ন দেশ: সোয়াজিল্যান্ড
# মাথাপিছু আয়ে শীর্ষ দেশ: কাতার
# মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
# সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ: শ্রীলঙ্কা
# সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ: মালদ্বীপ