Studypress News
প্রথমবারের মত ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে বেলজিয়াম।
06 Nov 2015
ফিফার সর্বশেষ র্যাঙ্কিং বৃহস্পতিবার প্রকাশ করা হয়। আর্জেন্টিনাকে পেছনে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম। গত মাসে ইউরো ২০১৬-এর বাছাই পর্বে অ্যান্ডোরা আর ইসরায়েলের বিপক্ষে দুটি জয়ের পুরস্কার পেল বেলজিয়াম। দুই ধাপ উন্নতি করে শীর্ষে ওঠার পথে তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানিকেও টপকে গেছে। জার্মানি এখন আছে দ্বিতীয় স্থানে। দুই ধাপ নিচে নেমে আর্জেন্টিনার অবস্থান তিন নম্বরে। পর্তুগাল আগের সেই চতুর্থ স্থানেই আছে। কোপা আমেরিকার শিরোপা জেতা চিলি চার ধাপ এগিয়ে আছে পঞ্চম স্থানে।