Studypress News
জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ২০১৭ বিকাল (বাংলা)
01 Apr 2017
বাংলা
# দুটি সমার্থক বা প্রায় সমার্থক শব্দ সহযোগে গঠিত শব্দকে বলা হয়-
শব্দদ্বৈত
# ‘Killing two birds with one stone’- এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন-
উ: রথ দেখা ও কলা বেচা
# কোনটি জোড়কলম শব্দের দৃষ্টান্ত-
উ: ধোঁয়াশা
# retrospective এর বাংলা পরিভাষা-
উ: ভূতাপেক্ষ
# নিচের কোনটি ‘ক্রিয়াপদ’?
উ: ধরুন
# শুদ্ধ বানান কোনটি?
উ: গড্ডলিকা
# ‘নিয়ম বহির্ভূত অথচ প্রচলিত’ সনাতন ব্যাকরণে এ রকম বিষয়কে কী বলে অভিহিত করা হয়-
উ: নিপাতনে সিদ্ধ
# নিচের কোনটিতে উপ-উপসর্গ সহকারী অর্থে প্রযুক্ত হয়েছে?
উ: উপাচার্য
# বিভাবরী অর্থ-
উ: রাত্রি
# আকাশ ও পৃথিবীর অন্তরালে এক কথায় বলে-
উ: রোদসী
# লাবণ্য শব্দ এসেছে যে শব্দ থেকে-
উ: লাবণি
# নিচের কোন শব্দটি চন্দ্রবিন্দু যোগ করলে শুদ্ধ হবে?
উ: পচানব্বই
# চক্ষুদান করা বাগধারাটির অর্থ?
উ: চুরি করা
# স্বচ্ছন্দ বিশেষণ পদের বিশেষ্য রুপ-
উ: স্বাচ্ছন্দ্য
# নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ-
উ: সপত্নী
# নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে-
উ: সভা
# নিচের কোনটি প্রয়োগ বাহুল্য দোষে দুষ্ট নয়-
উ: বাংলাভাষী
# depreciation এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা-
উ: অবচয়
# কোনটির সন্ধিবিচ্ছেদ শুদ্ধ-
উ: অন্তঃ+তল=অন্তস্তল
# নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
উ: শঙ্খী
# চঞ্চল এর বিপরীত শব্দ?
উ: অবিচল
# নিচের কোন বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার অশুদ্ধি ঘটেছে?
উ: সলজ্জিত
# নিচের কোন শব্দ বাংলাভাষায় সবশেষে প্রবেশ করেছে/
উ: সেলফি
# শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
উ: সমীচীন, সংস্রব, সত্তা
# শিতকর শব্দের অর্থ-
উ: চাঁদ