Studypress News
ইসলামী ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন: সপ্তম পর্ব
29 Mar 2017
# বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে?
উ: জাপান।
# বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে?
উ: দক্ষিণ কোরিয়া; ২০০৬ সালে।
# বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ
উ: চীন।
# HAL 9000 কি ?
উ: একটি অত্যাধুনিক কম্পিউটার।
# কম্পিউটারের কার্সর কি ?
উ: কার্সর হলো একটি ছোট আলোকরেখা ।
# বাইট কি ?
উ: কতগুলো বিট একত্রে যখন কোন অংক, বর্ণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে তখন তাকে বাইট বলে। কম্পিউটারের মেমোরিও বাইট দিয়ে পরিমাপ করা হয় ।
# বিট ও বাইটের মধ্যে সম্পর্ক কি?
উ: ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলে। অর্থাৎ ১ বাইট = ৮ বিট।
# ১ কিলোবাইট সমান কত বাইট ?
উ: ১০২৪ বাইট ।
# ১ মেগাবাইট= কত বাইট ?
উ: ১০২৪ কিলোবাইট ।
# ১ গিগাবাইট= কত বাইট ?
উ: ১০২৪ মেগাবাইট ।
# ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কি ?
উ: ডাটা
# ডাটা প্রসেসিং কি ?
উ: ডাটাকে ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্যে পরিণত করা ।
# মাল্টিমিডিয়া কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
উ: বিনোদন, শিক্ষা, ইন্টারনেট, প্রকাশন, মেডিক্যাল, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি ক্ষেত্রে ।
# কম্পিউটার চালু করলে কোন অংশ প্রথম কার্যকর হয় ?
উ: কম্পিউটারের রেজিস্টার অংশ প্রথম কার্যকর হয়
# ব্লগ (Blog)কি?
উ: অনলাইন জার্নাল বা ওয়েবসাইট।
# ফ্লিকার (Flicker)কি?
উ: ছবি শেয়ারিং সাইট।
# স্পাম (Spam) কি?
উ: অনাকাঙ্ক্ষিত ই-মেইল।
# e-book-এর জনক কে?
উ: মাইকেল স্টার্ন হার্ট, যুক্তরাষ্ট্র
বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা
অফারটি সীমিত সময়ের জন্য
বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ
ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার