Studypress News
নতুন জার্সি-তে বাংলাদেশ ক্রিকেট দল
06 Nov 2015
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল শুরু সিরিজে এই জার্সি গায়েই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় ক্রিকেট দলের স্পনসর রবি আয়োজিত ‘অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট’-এ জয়ী হয়ে অনিকেত পেয়েছেন ট্রফি ও পাঁচ লাখ টাকা পুরস্কার। সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় জমা পড়েছিল আট হাজার ডিজাইন। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ১১টি জার্সি এসএমএস ও অনলাইন ভোটে যায়। কাল রাতে রাজধানীর একটি হোটেলে বর্ণিল এক আয়োজনে ঘোষণা করা হয় চূড়ান্ত বিজয়ী(অনিকেত ভট্টাচার্য-এর) নাম।