Studypress News
১৯৫ জন পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য ফেরতের দাবি আইনমন্ত্রীর
29 Mar 2017
আজ গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে এক সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে ১৯৭১ সালে যে ১৯৫ জন পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের দেশে এনে বিচারের জন্য ফেরত চাইবে বাংলাদেশ।
১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তিতে বলা হয়, ১৯৫ সামারিক বাহিনীর সদস্যকে পাকিস্তানে বিচার করা হবে। এজন্য তাদের পাকিস্তানে পাঠানো হয়। কিন্তু তাদের যেহেতু বিচার করা হয়নি, তাই এ চুক্তি লঙ্ঘিত হয়েছে। সেজন্য বাংলাদেশ ওই ১৯৫ জনের বিচার করতে চায়।
১৯৫ জনের অনেকেই বেঁচে নেই আজ। কিন্তু যারা জীবিত আছে তাদের ফেরত চাওয়া হবে।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থানীয় মানবতাবিরোধীদের বিচার করার পরে তারা এই ১৯৫ জনের যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত করে দেখছে।