Studypress News
বর্তমান সরকারের অর্জন
29 Mar 2017
১) প্রাথমিক বিদ্যালয় নতুন স্থাপন ১১২৫ টি গ্রামে।
২)প্রাথমিক পর্যায় এ ঝরে পড়ার হার এখন ১৯.৪%।
৩)প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে ২৬,১৯৩ টি।
৪) বর্তমানে সারাদেশে ২৫ টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।
৫)সারাদেশে মেয়েদের জন্য ৪ টি পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপিত হয়েছে।
৬) সারাদেশে ২৬৫ কোটি টাকা ব্যায়ে ৭টি শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্প অনুমোদন করা হয়েছে।
৭)২০১৬ সাল পর্যন্ত আইসিটি খাতে রপ্তানি আয় ৬০০মিলিয়ন ডলার।
৮)২০১৬ সাল পর্যন্ত সারাদেশে বিনামূল্য এ পাঠ্যবই বিতরণ করা হয়েছে ১৯৫ কোটি।
৯)১৪৫ টি সামাজিক নিরাপত্তা কার্যক্রম গৃহীত হয়েছে, এতে বরাদ্দ ৪৭০ কোটি মার্কিন ডলার।
১০)বর্তমানে মাথাপিছু আয় ১৪৬৬ ডলার।
১১)২০১৫-১৬ অর্থবছরে খাদ্যের পরিমান ৩৯ মিলিয়ন মেট্রিকটন।
১২) ১ম বারের মত শ্রীলঙ্কায়য় ২০লক্ষ মেট্রিকটন চাল রপ্তানি করা হয়েছে।
১৩)বাংলাদেশের প্রতিটি জেলায় LGED এর উদ্যোগ এ জাতির পিতার প্রতিকৃতি নির্মিত হয়েছে।
১৪)২০১৫-১৬ অর্থবছরে রেমিট্যান্স আয় হয়েছে ১৪.৯৩ বিলিয়ন ডলার।
১৫)সারা দেশে প্রতিটি স্কুলকলেজ এ শহীদ মিনার নির্মান প্রকল্প ইতিমধ্যে শেষ হয়েছে।
১৬) বাংলাদেশে ৪৫ লাখ সোলার সিস্টেম বানানো হয়েছে। ১৫ লাখ মানুষ সৌর বিদ্যুৎ পাচ্ছে।
১৭) বিশ্বে মোবাইল ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১০ম।
১৮)গরীব কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে ৪০ হাজার ৩০০ কোটি টাকা।
১৯) গত ৭ বছরে ১ কোটি ২২লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
২০)আশ্রয় প্রকল্পের মাধ্যমে পূনর্বাসন করা হয়েছে ১ লক্ষ ৪০ হাজার পরিবারকে।
বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা
অফারটি সীমিত সময়ের জন্য
বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ
ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার