Studypress News

দক্ষিণ এশিয়াতে সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা

29 Mar 2017

লন্ডনভিত্তিক ইকোনোমিস্ট গ্রুপের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিট (ইআইইউ) সম্প্রতি একটি জরিপ প্রকাশ করে যার নাম  'কস্ট অব লিভিং সার্ভে ২০১৭'।

এতে বিশ্বের ১৩৩টি শহরে জীবনযাত্রার ব্যয় নিয়ে একটি জরিপ পরিচালনা করা হয়। যার মধ্যে ঢাকার অবস্থান ৬২তম। অর্থাৎ জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে বিশ্বের মধ্যমমানের শহর ঢাকা।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ব্যয়ের শহর হিসেবে ঢাকার পরে আছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, যার বিশ্বের তালিকাতে অবস্থান ১০৮তম। আর নেপালের রাজধানী কাঠমান্ডুর স্থান তালিকার ১১৬ নম্বরে।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের পরে রয়েছে 

> হংকং (দ্বিতীয়), 

> টোকিও (চতুর্থ), 

> ওসাকা (পঞ্চম) ও 

> সিউল (ষষ্ঠ)।

অর্থাৎ তালিকায় বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর ছয়টির মধ্যে পাঁচটিই এশিয়ার।

জরিপের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম ব্যয়ের শহর কাজাখস্তানের আলামাতি।