Studypress News

বাংলাদেশ বিষায়াবলি: (বাংলাদেশের সরকার ব্যবস্থা: আইন বিভাগ)

28 Mar 2017

# বাংলাদেশে কোন প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে = জাতীয় সংসদ।

# ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম কি = হাউস অব দি নেশন।

# একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিবস সংসদের কার্যসূচির বাইরে থাকতে পারেন = নব্বই দিন।

# সংবিধানে ন্যায়পাল নিয়োগের বিধান আছে = ৭৭ নং অনুচ্ছেদে।

# অর্থবিল সম্পর্কিত বিধানবলী সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে = ৮১ নং অনুচ্ছেদে।

# সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুনাল গঠিত হয়েছে = ৯৩ (১) নং অনুচ্ছেদে।

# সংসদে বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি = স্থানী কমিটি।

# সংসদে এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কত দিনের বেশি বিরতি থাকবে না = ৬০ দিন।

# সংসদ কতৃক গৃহিত বিল সম্মতির জন্যে রাষ্ট্রপতির নিকট পেশ করার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দিবেন = ১৫ দিন।

# বেসরকারি বিল কাকে বলে = সংসদ সদস্যদের উত্থাপিত বিল।

# বাংলাদেশের আইনসভার নাম কি = জাতীয় সংসদ।

# বাংলাদেশের জাতীয় সংসদ কয়কক্ষ বিশিষ্ট = এককক্ষ বিশিষ্ট।

# জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের আসন সংখ্যা সংখ্যা = ৩০০।

# বাংলাদেশে জাতীয় সংসদের আসন সংখ্যা কত = ৩৫০ ।

# বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে = ঢাকা।

# বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কতজনে = ৬০ জনে।

# সংসদ নেতা সরকারি কার্যাবলী নিয়ন্ত্রণ করেন কার মাধ্যমে = চিফ হুইপ।

# জাতীয় সংসদে সংসদ নেতা কে = প্রধানমন্ত্রী।

# বছরে কমপক্ষে কতটি অধিবেশন আবশ্যকীয় = দুইটি।

# সংসদ সদস্যদের শপথ গ্রহণ করান কে = স্পিকার।

# সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কতদিনের মধ্যে সংসদ আহ্বান করা হয় = ত্রিশ দিন।

# জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা = ৫০ টি

# সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে = ৯৩

# কাষ্টিং ভোট কি = স্পিকারের ভোট।

# বাংলাদেশে কিশোর অপরাধী হিসেবে পরিচিত ছেলে মেয়ে = ৭ -১৮ বছরের।

# জাতীয় সংসদে কত ভোটে আইন পাশ হয় = ৫০% +১

# দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে = ২৯ জানুয়ারি, ২০১৪

# বাংলাদেশ জাতীয় সংসদ "উপজেলা বাতিল" বিলটি কখন পাশ হয় = ১৯৯২ সালে

# প্রধানমন্ত্রী ও সরকারি দল স্পিকার কোন দিকে বসেন = ডান দিকে।

# সংসদ কক্ষের সামনের দিকের আসন গুলোকে কী বলা হয় = ট্রেজারি বেঞ্চ।

# বাংলাদেশের জাতীয় সংসদের ভাষা কি = বাংলা।

# সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলীয় নেতা কী ধরনের মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করেন = একজন পূর্ণমন্ত্রীর সমান।

# বাংলাদেশে সংসদে স্থানী কমিটি = ৫১ টি।

# জাতীয় সংসদ ভবন কত একর ভূমির উপর নির্মিত = ২০৮ একর।

# বাংলাদেশ জাতীয় সংসদ কোরাম হয় কত সদস্যদের উপস্থিতিতে = ৬০ জন।

# সংসদ ভবনের স্থপতি = লুই আই কান।

# ষষ্ঠ জাতীয় সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিল পাশ হয় = ২৭ মার্চ, ‌১৯৯৬

# বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন = আব্দুল হামিদ।

# বহুদলের অংশগ্রহণের ভিত্তিতে কখন বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় = ১৯৭৯ সালে।

# সবচেয়ে বেশি স্থায়িত্বকাল কোন সংসদের ছিল = সপ্তম ও অষ্টম সংসদ।

 

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা

অফারটি সীমিত সময়ের জন্য

বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ

ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার