Studypress News
বাংলা এসএমএসে ব্রেকিং নিউজ চালু
05 Nov 2015
প্রথমবারের মতো বাংলা ভাষায় এসএমএস ‘ব্রেকিং নিউজ’ সেবা চালু করল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি।
প্রাথমিকভাবে শুধু রবি গ্রাহকরাই নতুন এই সেবা পাবেন; বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের সর্বশেষ খবর জানতে পারবেন তাৎক্ষণিকভাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং রবি’র ব্যবস্থাপনা পরিচালক সুপুন বীরাসিংহে গত ৪ই নভেম্বর এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সেবা নিতে রবি গ্রাহকদের কেবল মেসেজ অপশনে গিয়ে ‘Start BB’ লিখে পাঠাতে হবে 22324 নম্বরে। প্রতিটি ব্রেকিং নিউজের জন্য খরচ পড়বে দুই টাকা, সঙ্গে আনুষঙ্গিক কর।
দিনের সেরা উক্তিগুলোও বাংলা এসএমএসের মাধ্যমে জানতে পারবেন রবি গ্রাহকরা। এ সেবার জন্য ‘Start DU’ লিখে 22324 নম্বরে পাঠাতে হবে।
এর বাইরেও এসএমএসের মাধ্যমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মর্নিং নিউজ, বিজনেস নিউজ, মিডডে আপডেট ও ইভনিং নিউজ সেবা নিতে পারবেন রবি গ্রাহকরা।