Studypress News
অস্কার বিজয়ী লেখক কলিন ওয়েল্যান্ড এর প্রস্থান
03 Nov 2015
অস্কার বিজয়ী "চ্যারিয়ট অভ ফায়ার" এর রচয়িতা কলিন ওয়েল্যান্ড গত ২ নভেম্বর মৃত্যু বরণ করেছে। তিনি দীর্ঘদিন "আলজেইমারস" রোগে ভুগছিলেন। ওয়েল্যান্ড ১৯৮২ সালে তার লেখা মৌলিক চিত্র নাট্য "চ্যারিয়ট অব ফায়ার" এর জন্য একাডেমী পুরস্কার পান। ১৯২৪ সালের অলিম্পিকে এক স্কটিশ যুবক ও ইংরেজ যুবকের গল্প নিয়ে এই চিত্র নাট্য তৈরী করেন।