Studypress News
লুই কানের ‘মাস্টার প্ল্যান’ আপিল বিভাগে দাখিলের নির্দেশ
04 Nov 2015
আগামী ৩ মাসের মধ্যে এই ‘মাস্টার প্ল্যান’ সংসদ সচিবালয়ের সচিবকে আদালতে দাখিল করতে বলা হয়েছে।এ বিষয়ে হাই কোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানিতে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।এস্তোনিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন স্থপতি লুই কান ১৯৬২ সালে ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স ও আশেপাশের এলাকা নিয়ে যে নকশা করেছিলেন, সেটি এখন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে আছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।এই নকশা সরকারের হাতে না থাকায় সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের একটি প্রস্তাব ইতোমধ্যে ঝুলে গেছে ।