Studypress News
মিশরে রুশ বিমান বিদ্ধস্তঃনিহত২২৪
01 Nov 2015
রাশিয়ার কোগালিমাভিয়া এয়ারলাইন্সের একটি বিমান মিশরের সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবাই মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। হতভাগ্য বিমানটিতে ১৭ শিশুসহ ২১৭ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিল। আরোহীদের সবাই রাশিয়ার নাগরিক বলে মিশরের রুশ দূতাবাস জানিয়েছে।মিশরের পর্যটন নগরী শার্মুশ শেইখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবাগে যাওয়ার পথে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আকাশে ওড়ার অল্প পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি এ সময়ে ৩০ হাজার ফুট দিয়ে উড়ছিল। বিধ্বস্ত হওয়ার আগে প্রতি মিনিটে প্রায় ৬,০০০ ফুট করে উচ্চতা হারিয়েছে এয়ারবাস এ-৩২১। দুর্ঘটনার সময়ে ওই এলাকার আবহাওয়ার পরিস্থিতি ভাল ছিল না। এ বিমানটি আয়ারল্যান্ড থেকে ভাড়ায় এনেছিল রুশ এয়ারলাইন্স।
মিশরের প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া বিবৃতিতে সব জল্পনা-কল্পনার অবসান ঘটে। এতে বলা হয়, সিনাই উপদ্বীপের কেন্দ্রস্থলে রুশ একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সিনাই উপদ্বীপের আরিশের দক্ষিণে এটি বিধ্বস্ত হয়। মিশরের নিরাপত্তা বাহিনী, বিমানটির ধ্বংসাবশেষ প্রত্যন্ত একটি পাহাড়ি এলাকায় পেয়েছে। এ এলাকায় আইএসআইএল’এর সঙ্গে সম্পর্কিত বহু সন্ত্রাসীগোষ্ঠী রয়েছে।