Studypress News
জনতা ব্যাংক - AEO ( জানুয়ারি,২০১৫) ইংরেজি প্রশ্ন সমাধান(ব্যাখ্যাসহ)
14 Mar 2017
Multiple Choice Questions (One mark for each correct answer and 0.25 to be deducted for each wrong answer) English Direction: Select from the answer choices given under each sentence to make the sentence
grammatically correct (1-5):
1. Please vote for the member ___________ has done the most for our village.
Ans: who you believe
Exp:শুণ্যস্থানের পর has থাকায় এটির একটা subject লাগবে
2. The decoration of the new office block, including the furniture and curtains ___________.
Ans: is most pleasing
Exp: Decoration শব্দটি singular বলে এটির verb “is” হবে।
3. The chief competitor, as well as ourselves, _________ prices this summer.
Ans: is obliged to raise
Exp:এখানে subject হল competitor, তাই verb singular (is) হবে।
4. Neither the salesmen nor the marketing manager __________ of the system.
Ans: is in favour
Exp: Neither…... nor-এর ক্ষেত্রে nor-এর পর যে subject থাকে, সে অনুসাের verb হয় ।
5. On the results of the survey and type of campaign, we shall wage.
Ans: depends the extent
Exp:the extent and type অংশটুকু হলো subject, আর campaign-এর “পরিসর ও ধরণ”
কথাটি একটি campaign এর দুটি দিক বলে singular অর্থে ব্যবহৃত হয়েছে।
Direction: Select from the alternatives, the word that conveys the same
meaning as the word given in capital letters (6-10):
6. BUCOLIC
Ans: rural
exp:Bucolic = গ্রাম্য = rural; hidebound = সেকেলে বা গোঁড়া, মানে নতুন ধ্যান ধারণায় প্রভাবিত নয় এমন ।
7. ERRANT
Ans: shifting
Exp: Errant = বিপথগামী; ভ্রান্ত - shifting = সর্বদাই পরিবর্তনশীল বা চলনশীল এমন - sinful = পাপপূৰ্ণ।confusing = বিভ্রাস্তিকর। unreliable = বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য নয় এমন ।
8. KNOTTY
Ans: mysterious
Exp: Knotty (নটি) = জটিল ও সমাধান পাওয়া কঠিন | terrible = ভয়ানক । mysterious = জটিল ও রহস্যময়
9. CORROBORATE
Ans: verify
corroborate = সমর্থন দেয়া । verify = সত্যতা প্রমাণ করা ।refute = খন্ডন করা বা মিথ্যা প্রমাণ করা।disprove = মিথ্যা প্রমাণ করা। disapprove = অনুমোদন না দেয়া ।
10. CASTIGATE
Ans: criticise
Exp: castigate = তীব্র সমালোচনা করা। = বলবৎ করা।
Direction: Select the word or phrase that is most closely opposite in meaning to the capitalized word (11-15):
11. SEGGREGATE
Ans: compile
Exp: segregate = আলাদা করে রাখা. abolish = বাতিল করা . compile = একত্রিত করা।
12. INTRACTABLE
Ans: easygoing
Exp: intractable = নিয়ন্ত্রণ করা খুব কঠিন এমন । easy-going = সহজে বিমর্ষ হয় না। এমন
শাস্ত প্রকৃতির অলস, শাস্ত ও ধীর এমন । wayward = প্রায়ই পরিবর্তনশীল, স্বর্থপর এবং নিয়ন্ত্রণহীন
আচরণ; স্বেচ্ছাচারী। abstinent = মিতাচারী bleak = আশাহীন ।
13. RECLUSIVE
Ans: gregarious
Exp: Reclusive = একাকী থাকতে পছন্দ করে এমন । gregarious = মিশুক ।
obscure – দুর্বোধ্য ।
14. ANOMALOUS
Ans: Usual
Exp: ANOMALOUS- অস্বাভাবিক অবস্থা।
15. ACRIMONIOUS
Ans: harmonious
Exp: Acrimonious = তিক্ত . cursive = বর্ণগুলো একটির সাথে আরেকটি লেগে আছে এমন হাতের লেখা । harmonious=মিল
Direction: Choose the pair that best expresses the relationship existing between the given pair(16-20):
16. Harm: Damage
Ans: injure: incapacitate
Exp:crook = অসৎ ব্যক্তি, হুক এর ন্যায় বাকী প্রান্তযুক্ত লম্বা লাঠি । hook = হুক। incapacitate = কাউকে স্বাভাবিকভাবে কাজ করতে অসমর্থ করে তোলা। stout = বলিষ্ঠ | injure = শারীরিকভাবে আঘাত করা | sour = টক।
17. Contradict: Contravene
Ans: deny: refute
Exp: contradict = কোনাে কিছুর বিরুদ্ধে বলা বা বিরোধী হওয়া contravene = আইন বিরোধী কাজ করা।profane = ধর্মের প্রতি শ্রদ্ধাহীন এমন || vulgarity = উগ্রতা ও অশ্লীলতা । compensate = ক্ষতি পুষিয়ে দেয়া। deny = সত্যতা অস্বীকার করা। refute = খন্ডন করা বা মিথ্যা প্রমাণ করা। অর্থাৎ, contradict ও contravene পরস্পরের সমার্থক। তেমনি refute ও deny পরস্পরের সমার্থক।
18. Biased: Partial
Ans: partisan: prejudiced
Exp: biased ও partial পরস্পরের সমার্থক। তেমনি partisan ও prejudiced পরস্পরের সমার্থক।
19. Blurred: Confused
Ans: muddled: unclear
Exp: Blurred = স্পষ্টরূপে দেখা যায় না। এমন; বোঝা বা আলাদা করা কঠিন । confused = অস্পষ্ট হওয়ার কারণে বুঝা কঠিন এমন || muddled = বিভ্রান্ত। adequate (অ্যাডেকুয়েইট্র) = পর্যাপ্ত | abatement (অ্যাবেইটুিমেন্ট) = প্রশমন | significant = উল্লেখযোগ্য। অর্থাৎ, Blurred ও confused পরস্পরের সমর্থক। এধরনের সমর্থক সম্পর্ক আছে muddled: unclear-তে
20.Deprecate:Credit
Ans: enhance: disparage
Exp: enhance = গুণ, খ্যাতি বা শক্তি বাড়ানো । credit = প্ৰসংশা বা সম্মান deprecate = খাটাে করে বা গুরুত্বহীন করে দেখা। disparage = সমালোচনা করা বা হেয় করা।bait = বড়শীর টােপ, নিজের সুবিধায় আনতে কোনাে কিছুর প্রস্তাব । heckle = উচ্চস্বরে উক্তি দিয়ে জনসমাবেশের বক্তব্য বা অভিনয়কে বাধাগ্রন্থ করা। অর্থাৎ Deprecate ও credit শব্দ দুটি পরস্পরের বিপরীত, একই সম্পর্ক আছে enhance: disparage শব্দজোড়ার মধ্যে।
Direction: Choose the one that best expresses the meaning of the given italicized idiom/phrase(21-25):
21. His most trusted friend proved to be a snake in the grass.
Ans: a hidden enemy
Exp:a snake in the grass = গোপনে অনৈতিভাবে কাজ করে এমন ঘূণিত ব্যক্তি, মানে গোপন শক্র
22. I have a bone to pick with you in this matter.
Ans: selfish motive
Exp:bone to pick -বিবাদের বিষয়।
23. You can not have your cake and eat it too.
Ans: have it both ways
Exp:have your cake and eat it = অসম্ভব বস্তু চাওয়া।
24. So far as hazards of pollution are concerned, the traffic policeman bear the brunt.
Ans: Suffer the most
Exp: bear the brunt = দুর্ভোগের আসল কষ্ট
25. Sunita has bitten of more than she can chew.
Ans: trying to do too much =সাধ্যের বেশী কিছু করা
বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা
অফারটি সীমিত সময়ের জন্য
বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ
ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার