Studypress News

গত কয়েক বছরে জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন

14 Mar 2017

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার ২০১৭

# প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উ: বিষণ্ন

# অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উ: বহিরঙ্গ

# যিনি বিদ্যা লাভ করিয়াছেন

উ: কৃতবিদ্যা

# সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক?

উ: হিমালয় পর্যন্ত

# ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?

উ: বেহায়াপনা

# যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?

উ: সমস্যমান পদ

# ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?

উ: উপন্যাস

# কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?

উ: সম্+চয়=সঞ্চয়

# ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?

উ: ভাববাচ্য

# নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?

উ: বিশেষণ

জনতা ব্যাংক AEO-Teller ২০১৫ (বাংলা)

# নিচের কোনটি ‘সুসময়ের বন্ধু’ অর্থের প্রকাশক?

উ: বসন্তের কোকিল

# ‘সমুদ্র’-এর সমার্থক শব্দ নয় কোনটি?

উ: অদ্রি

# অশুদ্ধ বানান কোনটি?

উ: ভূল

# ‘খদ্দর’ বাংলা ভাষায় এসেছে-

উ: গুজরাটি থেকে

# নিচের কোন বানানে মূর্ধন্য ‘ণ’ এর ব্যবহার হয়েছে-

উ: তৃষ্ণা

# জাতি+অভিমান=

উ: জাত্যভিমান

# ‘Breaking a butterfly on the wheel’-

উ: মশা মারতে কামান দাগা

# নিচের কোনটি প্রবন্ধের বই?

উ: পল্লী-সমাজ

# ‘উপ’ যোগে গঠিত কোন শব্দে ‘উপ’ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে-

উ: উপসাগর

# নিচের কোনটি ‘কন্যা’র সমার্থক নয়-

উ: সহোদরা

# নিচের কোন শব্দ বাহুল্য দোষে দুষ্ট-

উ: অধীনস্থ

# ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখকের নাম-

উ: শেখ মুজিবুর রহমান

# নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?

উ: লেনদেন

# ‘আকাশ’ এর বিপরীত শব্দ

উ: পাতাল

# নিচের কোন বানানটি শুদ্ধ?

উ: আদ্যন্ত

# নিচের কোন শব্দটি ব্যাংক পরিচালনার সাথে যুক্ত?

উ: সুদ

# আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি কে?

উ: বিহারীলাল চক্রবর্তী

# ‘বক+কচ্ছপ=বকচ্ছপ’-এই রীতিতে শব্দকে বলা হয়-

উ: জোড়কলম শব্দ

# বিষন্ন শব্দের বিপরীত কি?

উ: প্রসন্ন

# ‘সতীর্থ’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-

উ: সমান তীর্থ যার

# ‘মন্দির ও মসজিদ’ প্রবন্ধটি লিখেছেন-

উ: কাজী নজরুল ইসলাম

# Lease শব্দের বাংলা পরিভাষা-

উ: ইজারা

# নিচের কোন বাক্যটি শুদ্ধ?
উ: দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়

# একাত্তরের দিনগুলি’ গ্রন্থ রচনা করেছেন-

উ: জাহানারা ইমাম

# নিচের কোনটি ‘দুর্বল’ অর্থের প্রকাশক?

উ: অঙ্কে কাঁচা

জনতা ব্যাংক AEO-২০১৫ (বাংলা)

# ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ?

উ: বাংলা ভাষার ইতিবৃত্ত

# বহুব্রীহীর দৃষ্টান্ত

উ: বেহেড

# বাক্য হওয়ার প্রয়োজনীয় বৈশিষ্ট্য

উ: আসত্তি

# বর্জনস্থানে শব্দের উপরে লেখা কমাকে বলা হয়?

উ: ইলেক

# প্রথাগত বাংলা ছন্দ কয় প্রকার?

উ: তিন

# বুকে ভর দিয়ে চলে যে প্রাণী

উ: উরগ

# কোন শব্দটি নানার্থক

উ: তর্ক

# ‘বৈকুণ্ঠের উইলের’ রচয়িতা

উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

# ‘মার্গ’ শব্দের অর্থ

উ: পথ

# এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল?-বাক্যের এতক্ষণ গাছের ছায়ায় বসা অংশটি-

উ: বিশেষণ স্থানীয়

# ভাষার অপপ্রয়োগ আছে যে বাক্যে

উ: তিনি আমার বইটি প্রকাশিত করেছেন

# কোনটি প্রবাদ?

উ: কাঁচা বাঁশে ঘুন

# কোনটি ভিন্নার্থক?

উ: খদির

# স্বার্থহীনতার সমার্থকতা পাওয়া যায় যে শব্দে-

উ: লোকহিত

# ‘কালের কলস’ কাব্যগ্রন্থের কবি-

উ: আল মাহমুদ

# ‘সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।‘-বাক্যটি

উ: সরল

# বিষয়ের স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে পত্রে

উ: বাণিজ্যিক পত্রে

# হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ গ্রন্থের অনুবাদ করেছেন-

উ: ফতেহ লোহানী

# ‘বাবার শরীর খারাপ, শোওয়া হয়নি।‘-কোন বাচ্য?

উ: ভাববাচ্য

# ‘Co-opted’-এর পরিভাষা

উ: সহযোজিত

# The car turned turtle.-বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ

উ: গাড়িটি উল্টে গেল

# কোনটি ফারসি থেকে আগত?

উ: দারোগা

# এক গোত্রীয় নয়-

উ: উড়িয়া

৭৪. শুদ্ধ বানানগুচ্ছ-

উ: কুপমন্ডুক, দুর্নিরীক্ষ্য, দুস্কর

৭৫. স্বর্গের সঙ্গে সম্পৃক্ত

উ: মেনকা

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ২০১২ (বাংলা)

# ‘মনোরম’ এর সমার্থক শব্দ কোনটি?

উ: রমণীয়

# ‘সমুদ্র’ এর সমার্থক শব্দ কোনটি?

উ: অর্ণব

# কোনট সূর্যের সমার্থক শব্দ?

উ: বিভাবসু

# ‘খক্ষ’ এর সমার্থক শব্দ কোনটি?

উ: ভল্ল

# নেত্র শব্দের সমার্থক শব্দ কোনটি?

উ: চোখ

# ‘সংশয়’ এর বিপরীত শব্দ কি?

উ: প্রত্যয়

# ‘সৌম্য’ এর বিপরীত শব্দ কি?

উ: করাল

# তিমির এর বিপরীত শব্দ?

উ: আলো

# নন্দিত শব্দের বিপরীত শব্দ?

উ:  নিন্দিত

# ‘প্রসন্ন’ এর বিপরীত শব্দ?

উ: বিষণ্ন

# ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন ........... তুলিতে’

উ: কমল

# দেশের .... দূর করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার

উ: দারিদ্র

# ‘মা তোর বদন খানি মলিন হলে, আমি .... ভাসি’

উ: নয়ন জলে

# শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো ..... দিলেম শিশির।

উ: এক ফোঁটা

# আমি ...., আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।

উ: ধূর্জটি

# কোন বানানটি শুদ্ধ?

উ: মুমূর্ষু

# কোন বানানটি শুদ্ধ?

উ: সমীচীন

# কোন বানানটি শুদ্ধ?

উ: শুচিস্মিতা

# কোন বানানটি শুদ্ধ?

উ: দীনতা

# অকালে যাকে জাগরণ করা-

উ: অকালবোধন

# যার বাসস্থান নেই-

উ; উদ্বাস্ত্ত

# উপকারীর অপকার করে যে-

উ: কৃতঘ্ন

# নষ্ট হওয়ার স্বভাব যার-

উ: নশ্বর

# যা সহজে অতিক্রম করা যায় না-

উ: দুরতিক্রম্য

 

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ২০১১ (বাংলা)

# নিচের কোন বাননানটি অশুদ্ধ?

উ: সলীলসমাধী

# সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি?

উ: মাছের আঁশ

# ‘পারি অর্থ সমর্থ বা সক্ষম’ পাড়ি অর্থ কি?

উ: পারাপার

# সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয়?

উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

# ‘স্টপ জেনোসাইড’ কার লেখা?

উ: জহির রায়হান

# ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই?

উ: ব্যাকরণ

# ভাষার মৌলিক অংশ কয়টি?

উ: ৪টি

# শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়?

উ: রূপ

# ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?

উ: বি+আ+√কৃ+অন

# ভাষার রূপ কয়টি?

উ: ২টি

# ‘অম্লজান’ এর ইংরেজি কি?

উ: Oxygen

# ক্যারাটে, জুতো, রিকশা কোন দেশি শব্দ?

উ: জাপানি

# কবুল, কলম, তুফান কোন দেশি শব্দ?

উ: আরবি

# ঋজু শব্দের সমার্থক কোনটি>

উ: সোজা

# কুহক শব্দের সমার্থক কোনটি?

উ: মায়া

# নিচের কোন বিপরীত শব্দটি শুদ্ধ?

উ: মহাত্মা-নীচাত্মা

# নিচের কোনটি সঠিক নয়?

উ: হিরন্ময়

# বড্ড গরম লাগছে-এখানে গরম কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উ: উষ্ণতা

# নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাও? এখানে ‘নাক’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

উ: ক্ষতি স্বীকার

# খোদার খাসি-বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?

উ: ভাবনাচিন্তাহীন

 

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা

অফারটি সীমিত সময়ের জন্য

বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ

ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার