Studypress News

পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: পূবালী ব্যাংক সিনিয়র অফিসার ২০১৪

13 Mar 2017

১. ফল হয় কিন্তু ফুল ফোটে না এমন গাছ-

উ: বনস্পতি

২. ঝি’ এর সমার্থক শব্দ-

উ: সুতা

৩. নিচের কোনটি এক বচনের দৃষ্টান্ত নয়-

উ: বড়ো বড়ো গাছ

৪. অন্ধকারে দর্পণ দেখানো প্রবচনটির অর্থ-

উ: নির্বোধকে জ্ঞান দাও

৫. বাংলা একাডেমি বানান বিধি অনুসারে শুদ্ধ বানান কোনটি?

উ: উনত্রিশ

৬. নিচের কোন শব্দের লিঙ্গান্তর হয় না?

উ: সতীন

৭. নিচের কোনটি অনুশীলন শব্দের সমার্থক নয়?

উ: তালাশ

৮. ‘যে বিষয়ে মতভেদ নেই এমন’-এর এক কথায় প্রকাশ-

উ: অবিসংবাদিত

৯. “অলীক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

উ: বাস্তব

১০. ‘এক থেকে শুরু করে ক্রমাগত’-এক কথায় প্রকাশ

উ: একাদিক্রমে

১১. ‘অতি মেঘে অনাবৃষ্টি’ প্রবচনটির অর্থ-

উ: মেঘের আড়ম্বর হলেই বৃষ্টি হয় না

১২. নিচের কোন বিপরীত যুগল শুদ্ধ নয়-

উ: ঊর্ধ্ব-অর্ধ

১৩. নিচের কোনটিতে বহুবচনের অপপ্রয়োগ ঘটেছে-

উ: সকল পন্ডিতেরা অহংকারী হন না

১৪. ‘অল্প জলের মাছ’ প্রবচনটির মানে-

উ: নিতান্তই বোকা

১৫. নিচের কোনটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ নয়?

উ: সুখী

১৬. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়?

উ: গ্রাম

১৭. নিচের কোনটি সূর্য শব্দের সমার্থক নয়?

উ: অচিরাংশু

১৮. ‘হয়’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

উ: ঘোড়া

১৯. নিচের কোনটির লিঙ্গান্তর অশুদ্ধ?

উ: অভাবী-অভাব

২০. ‘পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের’

উ: মরণোত্তর জাতক

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার