Studypress News
প্রধানমন্ত্রী তিন দিনের সফরে এখন নেদারল্যান্ডে
04 Nov 2015
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে ৩ দিনের সফরে এখন নেদারল্যান্ড অবস্থান করছেন। গত ৩ নভেম্বর সকাল সোয়া ৮টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।সেখানে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।বিমানবন্দরে নেদারল্যান্ড ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে নেদারল্যান্ডের প্রশাসনিক রাজধানী হেগ নগরীতে গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী আজ বুধবার ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। বৈঠকের পর কয়েকটি দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে। এর আগে শেখ হাসিনা ডাচ মন্ত্রীদের সঙ্গে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ শীর্ষক আলোচনায় যোগ দিবেন। তিনি রাজকীয় প্রাসাদে নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাত্ করবেন।